সাকিবের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেব: বুলবুল

কিছুদিন পরপরই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। গত শনিবার মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, সাকিবের জন্য দরজা সব সময় খোলা। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, সাকিবের সঙ্গে কথা বলে এরপর সিদ্ধান্ত নেবেন তারা।
৩৮ বছর বয়সী অলরাউন্ডার সাকিব বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ খেলে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক পালাবদলে বিক্ষোভের মুখে দেশে আসা সম্ভব হয়নি তার পক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যে বিদায় বলে দিয়েছেন সাকিব। আর গত ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার পরিকল্পনা ছিল তার। কিন্তু ওই প্রতিযোগিতার জন্য ঘোষিত বাংলাদেশ দলে সুযোগ হয়নি সাকিবের। সেসময় অবৈধ অ্যাকশনের কারণে বোলিং থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। শুধু ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার জায়গা দেখেননি নির্বাচকরা। দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গত মার্চে তৃতীয়বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ায় আবার বোলিং করতে পারছেন তিনি।
গত মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতা সাকিব এখন ব্যস্ত গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে। তিনি খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
সোমবার পল্টনে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বুলবুল আবারও বলেন, সাকিবকে জাতীয় দলে ফেরানো নির্ভর করছে বিসিবির নির্বাচকদের ওপর, 'সাকিব তো এভেইলেবল ক্রিকেটার। এখনও বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর।'
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিবের সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, 'আমার সঙ্গে বেশ কিছু দিন ধরে যোগাযোগ হয়নি। (বিসিবি সভাপতির) দায়িত্ব নেওয়ার পর হয়নি।'
গ্লোবাল সুপার লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি জয় ও দুটি হার দেখেছে দুবাই। প্রথম ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়ে দলটিকে জিতিয়ে ম্যাচসেরা হন সাকিব। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংসের পর তিনি ৪ ওভারে ১৩ রানে শিকার করেন ৪ উইকেট। পরের দুটি ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিব ব্যাটিংয়েও হন ব্যর্থ। তার বিবর্ণতার দিনগুলোতে দুবাইও পায়নি জয়ের দেখা।
Comments