বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হলে কে হবে চ্যাম্পিয়ন?

ছবি: এএফপি

বছরের এই সময়ে ক্যারিবিয়ান অঞ্চলে যখন-তখন নামে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও পড়তে পারে বৃষ্টি বিড়ম্বনায়। তবে এই প্রতিবেদন লেখার সময়, শিরোপা নির্ধারণী মঞ্চ বার্বাডোজের কেনসিংটন ওভালের আকাশ ঝলমল করছে রোদে।

ফাইনালের দিন স্থানীয় সময় ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির ৫০ ভাগ সম্ভাবনার কথা বলা হয়েছিল। সেরকম কিছুর দেখা অবশ্য মেলেনি এখনও। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, দুপুরে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে।

ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও খেলা একদিনে শেষ করার চেষ্টা করা হবে। কোনো টি-টোয়েন্টি ম্যাচের ফল আনার জন্য সাধারণত দুই দলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য ভিন্ন নিয়মের প্রচলন রয়েছে। এসব ম্যাচে অন্তত ১০ ওভার করে খেলা হতে হয়। নির্ধারিত সময়ে জয়-পরাজয় নির্ধারণ করা না গেলে বাড়তি ১৯০ মিনিট রাখা হবে।

বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ালে আগের দিন যেখানে শেষ হয়েছিল, পরদিন সেখান থেকেই শুরু করা হবে খেলা। তবে রিজার্ভ ডেতেও বৃষ্টির ২০ ভাগ সম্ভাবনা আছে। রিজার্ভ ডেতে যদি খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ভারত ও ইংল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে (স্থানীয় সময় অনুসারে, সকাল ১০টা ৩০ মিনিট) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের কেউই এখন পর্যন্ত এবারের আসরের কোনো ম্যাচ হারেনি। অর্থাৎ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। কুড়ি ওভারের বিশ্বকাপের আগের আট আসরে এমন রেকর্ড গড়তে পারেনি কোনো দলই।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

4h ago