সুপার এইটে কার খেলা কবে
সুপার এইটের সাত দল জানা গিয়েছিলো আগেই। নেপালকে হারিয়ে ৮ম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করায় পরের পর্বের সূচিও পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পরের দিনই শুরু হচ্ছে সুপার এইটের লড়াই।
পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী গ্রুপ ওয়ানে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ টুতে লড়বে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ১৯ জুন থেকেই শুরু হয়ে যাছে সুপার এইট রাউন্ড। দেখে নেওয়া যাক সূচি:
*(বাংলাদেশ সময় অনুযায়ী)
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৯ জুন | দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র | অ্যান্টিগা | রাত সাড়ে ৮টা |
২০ জুন | ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড | সেন্ট লুসিয়া | সকাল সাড়ে ৬টা |
২০ জুন | ভারত-আফগানিস্তান | বার্বাডোজ | রাত সাড়ে ৮টা |
২১ জুন | অস্ট্রেলিয়া-বাংলাদেশ | অ্যান্টিগা | সকাল সাড়ে ৬টা |
২১ জুন | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | সেন্ট লুসিয়া | রাত সাড়ে ৮টা |
২২ জুন | ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র | বার্বাডোজ | সকালে সাড়ে ৬টা |
২২ জুন | বাংলাদেশ-ভারত | অ্যান্টিগা | রাত সাড়ে ৮টা |
২৩ জুন | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | সেন্ট ভিনসেন্ট | সকাল সাড়ে ৬টা |
২৩ জুন | ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র | বার্বাডোজ | রাত সাড়ে ৮টা |
২৪ জুন | ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা | অ্যান্টিগা | সকাল সাড়ে ৬টা |
২৪ জুন | ভারত-অস্ট্রেলিয়া | সেন্ট লুসিয়া | রাত সাড়ে ৮টা |
২৫ জুন | বাংলাদেশ-আফগানিস্তান | সেন্ট ভিনসেন্ট | সকাল সাড়ে ৬টা |
Comments