নেপালকে সমীহ করে আগ্রাসী ক্রিকেট খেলার চিন্তায় বাংলাদেশ

Bangladesh Cricket Team

সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ স্পোর্টিং উইকেটে খেলেছিল বাংলাদেশ। এই মাঠে ঠিক পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নেপাল খেলেছে স্পিনিং উইকেটে। দুই দলের স্পিনাররাই লো স্কোরিং রোমাঞ্চকর লড়াইয়ে দেখিয়েছেন আধিপত্য। নেপালের বিপক্ষে বাংলাদেশের খেলা আবার একদম ভিন্ন উইকেটে। বাংলাদেশ দলও তাই উইকেট নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের উপরই রাখছে আস্থা।

সুপার এইটে মূলত এক পা দিয়েই রেখেছে বাংলাদেশ। বাংলাদেশকে হটিয়ে নেদারল্যান্ডসের সুপার এইটে যাওয়া প্রায় অসম্ভব এক সমীকরণ। নেপালের কাছে বাংলাদেশ যদি বাজেভাবে হারে, নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে মিলতে পারে অমন সমীকরণ।

কাজেই অনেকটা আনুষ্ঠানিকতার ম্যাচই বলা চলে। এই ম্যাচের আগে উইকেট আলোচনায় আসার কারণ সর্বশেষ ম্যাচ। দক্ষিণ আফিকার বিপক্ষে টার্নিং উইকেট পেয়ে নেপাল জাগিয়েছিল জেতার সম্ভাবনা। মাত্র ১ রানে শেষ বলের রোমাঞ্চে হারে তারা। ম্যাচের আগের দিন বাংলাদেশের হয়ে কথা বলতে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন নেপালকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তারা, 'টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলে কিছু নাই। যেকেউ যে কাউকে হারাতে পারে। কাজেই আমরা সবাইকে সমানভাবে নেই। নেপালের খুব ভালো খেলেছে, আমরা এপ্রিয়েশিয়েট করি। আমরা আগ্রাসী ক্রিকেট খেলেই তাদের হারাতে চাই।'

উইকেট যদি মন্থর ও টার্নিং হয় তবে নেপালের স্পিনাররাও জ্বলে উঠতে পারেন। স্পিন শক্তিদের মজবুত বাংলাদেশের স্পিনাররাও দেখাতে পারেন ঝলক। তবে উইকেট নিয়ে ভিন্ন আভাস দিলেন তানজিম। সম্পূর্ণ নতুন উইকেটে ঘাস আছে, তা বেশ শক্তও, 'উইকেটে ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। প্রথম বল হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। প্রথম বল হওয়ার পর বোলাররা যদি থাকে তাহলে তথ্য দিবে। ব্যাটাররা ব্যাট করলে আগে তারাও তথ্য পাঠাবে। সেভাবে পরিকল্পনা হবে।'

সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

15m ago