দলের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু থাকার প্রয়োজনীয়তা দেখেন না হাথুরুসিংহে

Chandika Hathurusingha

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বিরোধ নিয়ে কদিন ধরেই উত্তপ্ত আলোচনা চলছে। তাদের দ্বন্দ্বে ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর না বলে এক সাক্ষাৎকারে জানিয়ে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের দূরত্ব খুব স্বাভাবিক ঘটনা। পেশাদার জগতে ঘনিষ্ঠ বন্ধুত্বেরও দরকার দেখেন না তিনি।

সাকিব-তামিমের মধ্যে সম্পর্কের ফাটল বেশ পুরনো ঘটনা। দলের অভ্যন্তরে তা নতুন না হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তা প্রকাশ্যে নিয়ে আসেন বিসিবি প্রধান। এরপর থেকেই তৈরি হয় আলোচনা-সমালোচনার ঢেউ।

আগের দিন ওয়ানডে অধিনায়ক তামিম, সাকিবের সঙ্গে তার তেতো সম্পর্কের কথা অস্বীকার না করলেও  খেলায় কোন প্রভাব না থাকার কথা স্পষ্ট করে জানান। সেই একই সুর পাওয়া গেল হাথুরুসিংহের কণ্ঠেও, 'সাত দিন হলো আমি কাজে এসেছি। আমি এমনও সব দলে ও ড্রেসিংরুমে ছিলাম যেখানে সবার মিল নেই। তারপরও যখন দরকার হয় তারা দল হিসেবে খেলে। জাতীয় দলের হয়ে খেললে এটাই আপনি প্রত্যাশা করবেন।'

তামিম জানিয়েছিলেন, খেলার সময় যখন দরকার পড়ে মাঠে কথা বলেন তারা। একে অন্যের সাহায্য নেন। হাথুরুসিংহেও মনে করেন খেলার বাইরের জগত একদম ভিন্ন থাকতেই পারে। কারো দ্বন্দ্বের কারণে খেলায় প্রভাব না পড়লেই হলো,  'এখানে আপনার ঘনিষ্ঠ বন্ধু দরকার নেই ডিনার করার জন্য। যতক্ষণ না পর্যন্ত কোন প্রভাব না পড়ে আমি কোন সমস্যা দেখি না।'

দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়া বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নামার সময় সবার মাথায় থাকবে কেবল মাঠের ক্রিকেট,  'আপনি যখন আপনার জাতীয় দলের হয়ে খেলবেন, সব সময় ভালো করতে চাইবেন। এটা নিয়ে কোন সংশয় নেই। আপনি যখন বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নামবেন, তখন নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাবেন। বুঝতে পারবেন কোন ঘাটতিটা পূরণ করতে হবে।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago