‘বন্ধ দরজার কিছু বেরিয়ে আসা খুব স্বাস্থ্যকর নয়’

Taijul Islam & Tamim Iqbal

ইংল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াডে নাসুম আহমেদের বদলে তাইজুল ইসলামকে দলা রাখা নিয়ে উঠে অনেক প্রশ্ন। দল নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়ে দেন, নাসুমের বদলে তাইজুলকে নেওয়ার সিদ্ধান্ত ছিল তামিম ইকবালের। তবে নির্বাচন প্রক্রিয়ায় ভেতরের আলোচনা এভাবে বেরিয়ে আসা স্বাস্থ্যকর মনে করছেন না ওয়ানডে অধিনায়ক।

ওয়ানডে দলের পারফরম্যান্স ধারাবাহিক হওয়ায় খুব বেশি জায়গা নিয়ে উঠে না প্রশ্ন। ঘরের মাঠে সিরিজ হলে সাকিব আল হাসানের সঙ্গে রাখা হয় বাড়তি একজন বাঁহাতি স্পিনার। ভারতের বিপক্ষে যেমন স্কোয়াডে ছিলেন নাসুম।

ইংল্যান্ডের বিপক্ষে নাসুমকে বিবেচনা না করে বেছে নেওয়া হয় তাইজুলকে। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাকারে বোর্ড প্রধান সরাসরি বলেন, তামিমের চাওয়াতেই আসে এই সিদ্ধান্ত।

রোববার ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন তামিম। তার মতে দল বাছাইয়ের সভায় অনেকের অনেক মতামত নিয়েই আলোচনা হয়। সেসব কথা বাইরে বেরিয়ে আসা স্বাস্থ্যকর না,  'দল বাছাইয়ের বৈঠকে অনেক কিছুই আলোচনা হয়। বন্ধ দরজার ভেতরে অনেক কথা হয়। অনেক কিছুতে আমি একমত হই, কিংবা একমত হই না। নির্বাচকদের ক্ষেত্রেও তা-ই। অনেক মতভেদ হয়। তবে আমরা সবাই মিলে একটি দল। আমি, প্রধান কোচ, নির্বাচক... আমরা সবাই একটি দল। আমি এখানে বসে বলব না, এটা উনার কাজ বা ওটা আরেকজনের কাজ। যদি ব্যর্থ হই, তাহলে আমরাই ব্যর্থ হবো। ফলাফল পেলেও আমরা দল হিসেবেই পাবো। ওখান (বন্ধ দরজার বৈঠক) থেকে কোনো কিছু বেরিয়ে আসা খুব স্বাস্থ্যকর নয়।'

পরে নাসুমের বদলে তাইজুলকে দলে নেওয়ার ব্যাখ্যা দেন তামিম, 'একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে কথা হচ্ছে। সত্যি বলতে, ওকে (তাইজুল) ভারতের বিপক্ষে দলে না দেখে আমি খুবই অবাক হয়েছি। কারণ, ও সবশেষ তিন ম্যাচে ৮ উইকেট পেয়েছে।' 

'অধিনায়ক হিসেবে আমার মন্ত্র খুব স্বাভাবিক। আমি সবসময় পারফরম্যান্সকে প্রাধান্য দেবো। আমি এমন কাউকে নেবো না বা সমর্থন করব না যে ৫ ম্যাচ খেলে কোনো উইকেট পাচ্ছে না।'

ওয়ানডে ক্যারিয়ারের শুরুতেই হ্যাটট্রিক করেছিলেন তাইজুল। এখন পর্যন্ত ১২ ম্যাচে তার আছে ২০ উইকেট। এদিকে ৪টি ওয়ানডে খেলে ৫ উইকেট নিয়েছেন নাসুম। নাসুমকে প্রশংসা করলেও পারফরম্যান্স বিচারে তাইজুলকেই এগিয়ে রাখেন অধিনায়ক,  'এক্ষেত্রে বলতে হয়, নাসুমও (আহমেদ) দুর্দান্ত। টি-টোয়েন্টিতে সে দারুণ করছে। পাশাপাশি ওয়ানডেতেও যে সীমিত সুযোগ পেয়েছে, সে ভালো করেছে।'

'সবার একটা সিরিজে একটা চিন্তাধারা থাকে, বোলিং আক্রমণটা কেমন হবে। আমাদের মনে হয়েছে, তাইজুল বেশি মানানসই হবে। এই সিদ্ধান্তে কাজ হতে পারে, নাও হতে পারে।' 

'তবে আমি সবসময় পারফরম্যান্সকে প্রাধান্য দেবো, সেটা যে-ই হোক। আমি যদি কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ না করি, কিন্তু সে যদি পারফর্ম করে, আমি অবশ্যই তাকে নেবো। এটা আমার দায়িত্ব।'

'আমি যদি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হতাম, তখন হয়তো পছন্দ বা অপছন্দের কথা চিন্তা করতাম। কিন্তু আমি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তাই এসব কোনো ম্যাটার করে না। যে-ই পারফর্ম করবে, তার পাশে আমি থাকব।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

7h ago