জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস

রাজধানীর পল্লবীর স্পোর্টস অ্যারেনায় দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ' জেইউ ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ '। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই টুর্নামেন্টে গতকাল রাতে ফাইনালে টাইব্রেকারে অর্থনীতিকে হারিয়ে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টের স্পন্সর ছিল সিটি ব্যাংক ও পাওয়ার্ড বাই পিএসএল৷

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন গতকাল সকালে দেশে ফিরেছেন। দেশে ফিরেই ইতিহাস বিভাগের হয়ে খেলতে চলে যান। আরেক সাবেক ক্রিকেটার ও বর্তমানে দেশের শীর্ষ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল গত দুই দিনই ইতিহাস বিভাগের হয়ে প্রতি ম্যাচই খেলেছেন। ক্রিকেটার হলেও ফুটবল তারা যথেষ্ট ভালো খেলেন এবং উপভোগ করেন। সাবেক জাতীয় তারকা ক্রিকেটার ছাড়াও শহীদ হোসেন স্বপনের মতো সাবেক জাতীয় ফুটবলারের পাশাপাশি শামীম, ফারুক, মঞ্জুর মতো অভিজ্ঞরা যেমন ছিলেন তেমনি রাশেদ,রবি,সোহেল,কনকের মতো দেশের শীর্ষ পর্যায়ে খেলা তরুণরা ছিলেন ইতিহাস বিভাগের মুল শক্তি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগের তুলনায় ইতিহাস বিভাগে পেশাদার খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল। তাই সাবেক শিক্ষার্থীদের বিভাগ ভিত্তিক টুর্নামেন্টে ইতিহাসই অলিখিত ফেভারিট। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সহজে জিতলেও ফাইনালে সাবেক ফুটবলার হিরু ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অসাধারণ খেলা রেজা,মাসুমের অর্থনীতি দুর্দান্ত ফুটবল খেলেছে। তারকাসমৃদ্ধ দল নিয়েও ইতিহাসকে নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে রুখে দেয়। টাইব্রেকারে অর্থনীতি একটি মিস করলেও ইতিহাসের হয়ে রাশেদ, মুকুল,সোহেল ও কনক চার জনই গোল করলে ইতিহাস চ্যাম্পিয়ন হয়।

ইতিহাস চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন অর্থনীতি বিভাগের রেজাউল রেজা। টুর্নামেন্টের জয়-পরাজয় নিছকই আনুষ্ঠানিকতা। খেলা উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলাই স্বার্থকতা। তাই অর্থনীতির সাবেক শিক্ষার্থী ও সাবেক ফুটবলার হিরো পরাজিত হয়েও ইতিহাস বিভাগের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। আবার সানোয়ার, মুকুল চ্যাম্পিয়ন দলে থেকেও অর্থনীতির খেলোয়াড় রানার্সআপ পদক পরিয়ে দেন। চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের অন্যতম আয়োজক সাখাওয়াত হোসেন শিপন। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির অন্যতম দেবাশীষ চ্যাটার্জি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৬ বিভাগ চার এই টুর্নামেন্টে অংশ নেয়। চার গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠে। গতকাল সেভেন এ সাইড টুর্নামেন্টের কোয়ার্টার, সেমি ও ফাইনাল অনুষ্ঠিত হয়। অর্থনীতি সেমিফাইনালে সরকার ও রাজনীতিকে এবং ইতিহাস প্রত্নতত্ত্বকে হারিয়ে ফাইনালে উঠে। সাবেক শিক্ষার্থীরা ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের দুটি সফল আসরের পর এবার প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

3h ago