বগুড়ায় মিলে গেল ব্রাজিল-আর্জেন্টিনা

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় একসঙ্গে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকরা।
বগুড়ায় মিলে গেল ব্রাজিল-আর্জেন্টিনা
বগুড়ার গাবলী উপজেলার সুখানপুকুর এলাকায় একসঙ্গে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকরা। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় একসঙ্গে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকরা।

ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকরা একে অন্যের প্রতি আক্রমণাত্মক আচরণ করছেন তখন বগুড়ায় উভয় দলের প্রায় ২০০ জন এই র‍্যালিতে অংশ নেন।

তারা বলছেন, বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়ানোর জন্য তারা এই আনন্দ মিছিল করেছেন।

আজ বুধবার বিকেল ৪টায় আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাব এই র‍্যালির আয়োজন করে।

আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাবের সমন্বয়ক মো. সাহানুর ইসলাম শাকিল ডেইলি স্টারকে বলেন, 'আর্জেন্টিনা ও ব্রাজিল দল বিশ্ব ফুটবলের সৌন্দর্য। মেসি ও নেইমার আমাদের আবেগের জায়গায় রয়েছে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও ব্রাজিল বা নেইমারবিহীন বর্তমান ফুটবল বিশ্ব রংহীন বিবর্ণ। একটি দল না থাকলে টুর্নামেন্টের আকর্ষণ শেষ। এজন্য চাই শেষদিন পর্যন্ত দুদল থাকুক। দুদলের জন্য শুভকামনা।'

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

19m ago