বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, দর্শকদের ভোটে সেরা ঋতুপর্ণা

ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটে-বলে দারুণ একটি বছর কাটানোর স্বীকৃতি পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার পেলেন সম্মাননা।

শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিরাজের হাতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তুলে দিয়েছে ক্রীড়া সংবাদিকদের সংগঠন বিএসপিএ (বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন)। তিনি ২০২৪ সালের স্পোর্টস পারসন অব দ্য ইয়ার হয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে।

দর্শকদের ভোটে অবশ্য সেরা হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা মিডফিল্ডার ঋতুপর্ণা। তিনি জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

সব মিলিয়ে ১৫ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। ১৩ ব্যক্তি, দল ও সংস্থা মিলে সেগুলো পেয়েছেন। বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন মিরাজ। ঋতুপর্ণা দর্শকদের ভোটে সেরা হওয়ার সঙ্গে সঙ্গে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের সম্মাননা। ভুটানের লিগে খেলতে যাওয়ায় তিনি উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে। 

পুরস্কার পেলেন যারা:

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানারআপ- ঋতুপর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আর্চারি)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: ঋতুপর্ণা চাকমা (ফুটবল)।

বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ।

বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা।

বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম।

বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড): জহির রায়হান।

উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)।

বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়।

বর্ষসেরা দলগত সাফল্য: জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।

সক্রিয় সংস্থা: যশোর শামস-উল-হুদা একাডেমি।

বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)।

বর্ষসেরা সংগঠক: মো. ইমরুল হাসান (সভাপতি, বসুন্ধরা কিংস)।

বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

50m ago