আরও ৪২ ফেডারেশনের প্রধানকে অপসারণ করল মন্ত্রণালয়

বাংলাদেশ দাবা ফেডারেশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়েছিল আগেই। বাংলাদেশ ব্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতিকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার দেশের আরও ৪২টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থার সভাপতিকে অপসারণ করা হলো।

মঙ্গলবার বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ফেডারেশনগুলোর প্রধানদের অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ূন কবীরের স্বাক্ষর করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/ অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশে সভাপতিদের অপসারণ করা হয়েছে।'

প্রজ্ঞাপনে উল্লেখ করা ৪২টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলো হলো ব্যাডমিন্টন, শুটিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, তায়কোয়ানদো, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, আর্চারি, মহিলা ক্রীড়া, অ্যামেচার বক্সিং, বধির ক্রীড়া, বাশাআপ, রাগবি, ফেন্সিং, বেসবল, প্যারা অলিম্পিক কমিটি, সার্ফিং, মাউন্টেনিয়ারিং, চুকবল, সেপাক টাকরো, জুজুৎসু, প্যারা আর্চারি, ভারোত্তোলন, উশু, ক্যারম, সাইক্লিং, টেনিস, অ্যামেচার রেসলিং, রোলার স্কেটিং, কান্ট্রি গেমস, থ্রোবল, ভলিবল, স্কোয়াশ, রোইং, আন্তর্জাতিক তায়কোয়ানদো, ঘুড়ি, অ্যাথলেটিকস, খিউকুশিন কারাতে, খো খো ও মার্শাল আর্ট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়া বাকি ফেডারেশনগুলোর প্রধানদের মনোনয়ন দেয় সরকার। প্রজ্ঞাপনে বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উল্লেখ নেই। এই দুই ফেডারেশনের সভাপতি যথাক্রমে বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধান।

গত ২১ আগস্ট বিসিবির সভাপতি পদে পরিবর্তন আসে। সেদিন অনুষ্ঠিত বোর্ড সভায় ই-মেইলে পদত্যাগপত্র পাঠান নাজমুল হাসান পাপন। এরপর সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। বাফুফেতে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত সভাপতি থাকবেন কাজী সালাহউদ্দিন।

Comments

The Daily Star  | English

All ghost, politically motivated cases to be withdrawn by Feb: Asif Nazrul

The interim government will take the initiative to withdraw all ghost and politically motivated cases filed during the last 15 years of the Awami League government by February, Law Adviser Asif Nazrul said today

20m ago