ভেঙে দেওয়া হলো দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা

ক্ষমতার পালাবাদলের পর থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দোলা দিচ্ছে পরিবর্তনের হাওয়া। সেই ধারায় এবার ভেঙে দেওয়া হলো দেশের সব বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিভাগীয় নারী ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা নারী ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা নারী ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ূন কবীরের স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব সরকারি ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠু, সক্রিয় ও নির্বিঘ্ন রাখতে বিদ্যমান আইন অনুসারে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এসব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করতে হবে স্থানীয় প্রেক্ষাপটে সম্মানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের সমন্বয়ে। সেগুলোর অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে ইতোমধ্যে এসেছে পরিবর্তন। এদিন সকালে ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এরপর সর্ব সম্মতিক্রমে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ নতুন বোর্ড প্রধান নির্বাচিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

10m ago