মেসির চুক্তি নবায়নে আশাবাদী মায়ামি কোচ মাসচেরানো

ছবি: এএফপি

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আশাবাদী যে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি দলটিতে তার থাকার মেয়াদ আরও বাড়াবেন।

মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটির সঙ্গে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, মেসি ও মায়ামির কর্মকর্তারা চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ২০২৮ সাল পর্যন্ত তিনি থাকবেন মায়ামির ডেরায়।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় লিগ কাপের ম্যাচে মেসিরা মুখোমুখি হবেন ক্লাব নেকাসার। তার আগে সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেছেন, 'লিওর ব্যাপারে, আমরা সবাই চাই সে চুক্তি নবায়ন করুক।'

মায়ামির কোচ ও জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ মাসচেরানো যোগ করেছেন, 'এটি তার ও ক্লাবের মধ্যকার একটি সিদ্ধান্ত— যা তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। যখন উপযুক্ত সময় আসবে এবং যদি তারা কোনো মতৈক্যে পৌঁছায়, তাহলে সেটা ঘোষণা করা হবে। আমিও নানা রকমের গুঞ্জন দেখছি। কিন্তু শুধু এটুকুই বলতে পারি— আমরা সবাই আশাবাদী, মেসি আমাদের সঙ্গেই থাকবে।'

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি মুগ্ধ করে যাচ্ছেন ভক্ত-সমর্থকদের।

এখন পর্যন্ত মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৯ ম্যাচ খেলেছেন রেকর্ড আটবারের ব্যালন দি'অরজয়ী মেসি। তিনি নিজে করেছেন ৫৮ গোল। পাশাপাশি সতীর্থদের ২৮ গোলে রেখেছেন অবদান।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago