বার্সাকে হতাশ করে অ্যাথলেতিকেই থাকছেন নিকো

এই নাটক চলছিল গত মৌসুম থেকেই। নিকো উইলিয়ামসকে পেতে মরিয়া হয়ে চেষ্টা করে বার্সেলোনা। কিন্তু আসি আসি করে কাতালানদের আশায় রেখেও যাননি অ্যাথলেতিক বিলবাও এই উইঙ্গার। তখন বার্সেলোনা জানিয়েছিল, খেলোয়াড় পক্ষ থেকে সেরে না পেলে নিকো আর চেষ্টা করবে না ক্লাবটি।

সেই সাড়া এবার নতুন মৌসুমে পেয়েছিল বার্সেলোনা। এমনকি গুঞ্জন এমন ছিল, বার্সায় যেতে নিকো এতোটাই মরিয়া যে সব ধরণের কোনো শর্ত মানতে রাজি। ক্লাবে থাকার তার বন্ধুরাও সামাজিকমাধ্যমে নানা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্লুগ্রানাদের আরও একবার হতাশা উপহার দিয়ে অ্যাথলেতিকের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই তরুণ।

শুক্রবার অ্যাথলেতিক তাদের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা জানায় নিকো উইলিয়ামসের চুক্তি ২০৩৫ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। আর এই ঘোষণা দিতে গিয়ে তারা বেছে নিয়েছে সেই বিখ্যাত বারাকালদোর দেয়ালচিত্রটিকে, যা নিয়ে এতদিন বিতর্ক চলছিল। সেই দেয়ালচিত্রে নিকোর অংশটি মুছে ফেলা হয়েছিল।

মূলত কিছু চরমপন্থী সমর্থক নিকোর ক্লাব ছাড়ার সম্ভাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বারাকালদোর দেয়ালচিত্র থেকে তার অংশ মুছে দিয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, হুডি আর গ্লাভস পরে নিজেই দেয়ালে লিখছেন নিকো, 'জয়, ২০৩৫।'

এরপর দৃশ্যপট বদলে যায়। সেই হুডি পরা ব্যক্তি প্রবেশ করেন সান মামেস স্টেডিয়ামে। লোকাল ড্রেসিংরুমে ঢুকে গ্লাভস খুলে, স্প্রে ক্যান নামিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন নিকো উইলিয়ামস। বলেন, 'যখন সিদ্ধান্ত নিতে হয়, তখন হৃদয়ের কথা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আমি এখানে থাকতে চাই, আমার প্রিয়জনদের সঙ্গে।'

এরপর স্ক্রিন কালো হয়ে যায়, আর দেখা যায় কালো জ্যাকেট খুলে নিকো পরে ফেলেছেন অ্যাথলেতিকের ঐতিহ্যবাহী লাল-সাদা জার্সি। এই বার্তাটি শুক্রবার স্প্যানিশ ক্রীড়াজগতে ব্যাপক আলোড়ন তোলে যখন বার্সেলোনা টানা দ্বিতীয় বছরের মতো তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। আর অ্যাথলেতিক যেভাবে তার চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে, সেটি ছিল ব্যতিক্রমী।

একইসঙ্গে ক্লাব একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেয়, যেখানে তারা জানায় নিকোর সঙ্গে তাদের চুক্তি ৮ বছর বাড়িয়ে ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। তার আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। একই সঙ্গে তার বাইআউট ক্লজও ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আগে এই ক্লজ ছিল ৫৮ মিলিয়ন ইউরো (যার সঙ্গে মূল্যস্ফীতি যুক্ত হত)।

ক্লাবও তার এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে, বিশেষ করে বার্সেলোনার মতো বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজ ঘরে থাকার প্রতিজ্ঞা করার জন্য। তারা লিখেছে, 'এই আনুগত্যের উদাহরণ অ্যাথলেতিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক, যা আমাদের বর্তমান প্রকল্পের প্রতি আস্থার প্রতিচ্ছবি। এই পথেই এর আগে পা রেখেছেন উনাই সিমন, ওইহান সানসেত, দানি ভিভিয়ান, মিকেল যাওরেগিজার, বেনিয়াত প্রাদোস এবং আমাদের কোচ আর্নেস্তো ভালভার্দে। এবং অবশ্যই তার ভাই, দলের অধিনায়ক ইনাকি উইলিয়ামস।'

এদিকে বার্সেলোনা ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বার্সেলোনায় যোগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না নিকোর। মূলত অ্যাথলেতিকে তার বেতন-ভাতা বাড়িয়ে নিতেই এই নাটক করেছেন। আর শেষ পর্যন্ত নিজের কাজটা সফলভাবেই করতে পেরেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

8m ago