নারী এশিয়ান কাপের পট ৪-এ বাংলাদেশ

ছবি: বাফুফে

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৬ সালের ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহর—সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১২টি দেশ।

সিডনিতে এই ১২ দলের গ্রুপ পর্বের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই। ফিফা র‍্যাংকিং (১২ জুন ২০২৫ পর্যন্ত) অনুযায়ী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মঙ্গলবার ১২ দলকে চারটি পটে ভাগ করেছে, প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল। প্রতিটি গ্রুপে একটি করে দল যাবে চারটি পট থেকে।

বাংলাদেশ রয়েছে পট ৪-এ। ফলে গ্রুপ পর্বে ভারত বা ইরানের মুখোমুখি হবে না বাংলাদেশ। পট ১ ও পট ২-এর প্রতিটি দলই শক্তিশালী। যে কোনো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে পট ২ থেকে ভিয়েতনাম যারা র‍্যাংকিংয়ে ৩৭তম স্থানে রয়েছে। এই পটের অপর দুই দল চীন র‍্যাংকিংয়ে ১৭তম ও দক্ষিণ কোরিয়ার ২১তম স্থানে রয়েছে।

তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে পট ৩-এর দলের বিপক্ষে। পট ৩-এর দলগুলোর র‍্যাংকিং ৪১ থেকে ৫১-এর মধ্যে, যেখানে বাংলাদেশ বাছাই পর্বে মিয়ানমারকে (র‍্যাংকিং ৫৫তম) হারিয়েছে। সেই অভিজ্ঞতা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সম্ভাবনার আভাস দিচ্ছে। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার দ্বার খুলে দিতে পারে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা দুটি তৃতীয় স্থানধারী দল পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে জায়গা করে নিতে পারলে বাংলাদেশের সামনে উন্মুক্ত হতে পারে নারী বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় মঞ্চে খেলার সুযোগ।

পটসমূহ:

    পট ১: অস্ট্রেলিয়া (আয়োজক), জাপান, উত্তর কোরিয়া

    পট ২: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম

    পট ৩: ফিলিপাইন, চাইনিজ তাইপে, উজবেকিস্তান

    পট ৪: বাংলাদেশ, ভারত, ইরান

Comments