ভারি বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ভুটান ম্যাচ

সকাল থেকেই ঢাকার প্রায় সব স্থানেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তাই শুরু থেকেই মাঠ ছিল কর্দমাক্ত। তবে নির্ধারিত সময়েই শুরু হয় ম্যাচটি। কিন্তু সেখানে খেলতে কঠিন প্রতিবন্ধকতার মধ্যেই পড়েন দুই দলের খেলোয়াড়রা। ফলে দ্বিতীয়ার্ধের খেলার আর শুরু করা সম্ভব হয়নি। বন্ধ রয়েছে ম্যাচটি।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচটি বন্ধ হওয়ার আগে ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় শান্তি মার্ডির গোলে। প্রতিপক্ষ গোলরক্ষকের প্রতিহত করা শট থেকে ফিরতি বলে বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন শান্তি।
তবে সুযোগ ছিল আরও অনেকই। কিন্তু কর্দমাক্ত মাঠে ঠিকভাবে পাস দেওয়াই কঠিন ছিল দুই দলের খেলোয়াড়দের জন্য। যে কারণে ভালো সুযোগের সদ্ব্যবহার করা যায়নি। গোলমুখে শরীরের ভারসাম্য ধরে রাখাই কঠিন ছিল তাদের জন্য। শট নিলেও বল লক্ষ্যে না গিয়ে আগেই কাদাপানিতে আটকে গিয়েছে।
Comments