এক ধাপ পিছিয়ে গেল হামজা-শমিতরা

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেলেও এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ। ঘরের মাঠে সেই হারের কারণে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে হামজা-শমিতদের। এক ধাপ পিছিয়ে ১৮৪-এ আছে দলটি।

আজ (বৃহস্পতিবার) জাতীয় পুরুষ দলের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

জুন উইন্ডোতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথমটিতে ভুটানকে ২-০ গোলে হারিয়ে স্বস্তির কিছুটা ছোঁয়া পেলেও দ্বিতীয় ম্যাচে সেই আনন্দ ধরা দেয়নি। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে জামালরা ১-২ গোলে হেরে যায় সফরকারী সিঙ্গাপুরের কাছে।

এই ম্যাচের গুরুত্ব ছিল ব্যাপক। ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে ছিল। হামজা চৌধুরী ও শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের উপস্থিতি নতুন জোয়ার আনে দেশের ফুটবলে। এছাড়া জয় মানেই র‍্যাঙ্কিংয়ে বড়সড় অগ্রগতির সঙ্গে বাছাই পর্বে আশার রেখা আরও উজ্জ্বল হতো। কিন্তু সেই প্রত্যাশা মাটিতে মিশিয়ে দেয় লাল-সবুজ জার্সিধারীদের অগোছালো পারফরম্যান্স।

সেই ম্যাচে প্রচুর দর্শক মাঠে গিয়েছিল জয় দেখতে। কিন্তু ফিরে এসেছে হতাশা নিয়ে। হারের পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনেক সাবেক ফুটবলার ও দেশের শীর্ষ কোচদের মতে, তার পরিকল্পনার ঘাটতি ও কৌশলগত ভুলই দলের এই হারের মূল কারণ।

তবে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। দুই নম্বরে আছে স্পেন, এরপর যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। সদ্য উয়েফা নেশন্স কাপ জেতা পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠে এসেছে ছয়ে, আর নেদারল্যান্ডস নেমে গেছে সাত নম্বরে। বেলজিয়াম আগের মতোই আটে রয়েছে। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে এগিয়ে যথাক্রমে জায়গা করে নিয়েছে নয় ও দশ নম্বরে।

Comments

The Daily Star  | English

Govt slashes heart stent prices by up to Tk 88,000

Health ministry revises rates for US-made coronary stents to ease patient costs

12m ago