এমএলএসে মেসির নতুন ইতিহাস: টানা চার ম্যাচে জোড়া গোল!

Lionel Messi

লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স কোন ফ্যাক্টর নয়, পায়ের মুন্সিয়ানা থাকলে সবই সম্ভব। ক্যারিয়ারে পড়ন্ত  বেলাতেও মেজর সকার লিগে (এমএলএস) নতুন এক ইতিহাস গড়েছেন তিনি, যা এর আগে কেউ করে দেখাতে পারেননি। টানা চারটি ম্যাচে জোড়া গোল করে মেসি লিগের স্কোরিং রেকর্ড নতুন করে লিখেছেন।

বুধবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলে ইন্টার মায়ামির জয়ে লিওনেল মেসি প্রথমার্ধে দুটি গোল করেন, যা এমএলএসে তার অভূতপূর্ব ধারাবাহিকতা বজায় রেখেছে।

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা এমএলএসে তার শেষ চারটি ম্যাচে প্রতিটিতে দুটি করে গোল করেছেন, যা আসরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড।

মে মাসের শেষ দিকে মন্ট্রিয়লের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করে তিনি এই ধারা শুরু করেন, এরপর কলম্বাসের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচেও দুটি গোল করেন।

এরপর মায়ামি তাদের এমএলএস অভিযান স্থগিত রেখে ক্লাব বিশ্বকাপে অংশ নেয় – যেখানে মেসি চার ম্যাচে একটি গোল করেন। মায়ামি পিএসজির কাছে হেরে বিদায় নিলে ফের ঘরোয়া আসরে নেমেছেন মেসি।

হ্যাভিয়ার মাসচেরানোর দল শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে ৪-১ গোলে জিতে। সব মিলিয়ে মেসি এমএলএসে ১৫ ম্যাচে ১৪টি গোল করেছেন, যা তাকে শীর্ষ গোলদাতা স্যাম সারিজের চেয়ে দুটি গোল পিছিয়ে রেখেছে। সারিজ নাসভিলের হয়ে মেসির চেয়ে ছয় বেশি ম্যাচ খেলেছেন এই মৌসুমে।

মেসির সাফল্যে কোচ ও তার পুরনো সতীর্থ  মাসচেরানো বলেছেন, 'স্বাভাবিকভাবেই, লিও একজন বিশেষ খেলোয়াড়। আমার কাছে সে ইতিহাসে সেরা খেলোয়াড়।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

47m ago