ব্রাজিলের আক্রমণভাগে প্রাণ ফেরাতে রাফিনিয়ায় ভরসা আনচেলত্তির

ব্রাজিল দলে নতুন অধ্যায়ের শুরুটা ভালো হয়নি কার্লো আনচেলত্তির। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তার শিষ্যরা। পরবর্তী মিশন এবার প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে রাফিনিয়া ফেরায় আক্রমণভাগে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন এই ইতালিয়ান কোচ।

গুয়াকুইলের মাঠে আনচেলত্তির বহু প্রতীক্ষিত ব্রাজিল কোচিং অভিষেক হলেও ফলাফল ছিল হতাশাজনক। সেবাস্তিয়ান বেকাচেসের ইকুয়েডর দলের বিপক্ষে তেমন গোছানো ফুটবল খেলতে পারেনি দলটি। যদিও দলে ছিল ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরোদের মতো তারকার ছড়াছড়ি।

ম্যাচশেষে আনচেলত্তি বলেন, 'মাঠের অবস্থা একটু জটিল করে তুলেছিল। পিছন থেকে পাস দিয়ে খেলা গুছিয়ে নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল, বল ঠিকমতো নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। তারপরও আমাদের কাছে দুটি ভালো সুযোগ ছিল—একটা ভিনিসিয়ুস পেয়েছিল, আরেকটা কাসেমিরো। আক্রমণে আরও ভালো করা যেত, তবে প্রতিপক্ষের শক্তিটাও তো মাথায় রাখতে হবে। ইকুয়েডর ভালো খেলেছে, যেমনটা আমরাও খেলেছি। তাছাড়া দীর্ঘ সফরের ক্লান্তিও কিছুটা প্রভাব ফেলেছে।'

গত মাসে দায়িত্ব নেওয়া আনচেলত্তির ওপর এখন বড় দায়িত্ব—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পুরোনো ফর্মে ফেরানো। লাতিন আমেরিকার বাছাইপর্বে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে শীর্ষ ছয় দলের, যেখানে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।

আগামী মঙ্গলবার সাও পাওলোতে তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের, যে ম্যাচে মাঠে নামবেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া—ইকুয়েডরের বিপক্ষে যিনি ছিলেন অনুপস্থিত। আনচেলত্তি বলেন,

'আক্রমণে উন্নতির জায়গা অবশ্যই আছে। আর রাফিনিয়ার ফেরায় আমরা সে জায়গায় উন্নতি করতে পারব। ও ছিল আজকের ম্যাচে অনুপস্থিত, আর ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।'

'প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ভিন্ন হবে। আমরা আরও বেশি বল দখলে রাখতে পারব, খেলায় গতি ও মুভমেন্ট আনতে হবে, আরও বেশি তীব্রতা নিয়ে খেলতে হবে। আমাদের খেলোয়াড়দের মান অনেক উঁচু, তাই সময় কম থাকলেও সম্ভাবনার অভাব নেই,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago