অনুশীলনে ফিরেছেন কাসাদো, লেভা-বালদেকে নিয়ে ঝুঁকি নেবেন না ফ্লিক

শুক্রবার সকালে এফসি বার্সেলোনার অনুশীলনে সবচেয়ে বড় চমক ছিলেন মার্ক কাসাদো। লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছেন এই মিডফিল্ডার। চোট কাটিয়ে দলের সঙ্গে ফিরলেও আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন মাত্র। অন্যদিকে রবার্ট লেভানদোভস্কি ও আলেহান্দ্রো বালদেকে কোনো ধরণের ঝুঁকি নিতে নারাজ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।

গত মার্চে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচে ডান হাঁটুর বাইরের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় দেড় মাস মাঠের বাইরে ছিলেন কাসাদো। অবশেষে দলের অনুশীলনে ফিরলে তাকে দেখে সতীর্থরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। তবে পুরোপুরি মাঠে ফেরার জন্য এখনো অপেক্ষা করতে হতে পারে। কারণ আগামী মঙ্গলবার সানসিরোতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের।

সিআইউতাত এস্পোর্তিভা জোয়ান গাম্পারে তিতো ভিলানোভা মাঠে বৃষ্টিভেজা সকালে কাসাদো ফিরলেও অনুশীলনে দেখা যায়নি লেভানদোভস্কি ও বালদেকে। ফলে ভায়াদলিদের বিপক্ষে ম্যাচে তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের সঙ্গে অনুপস্থিত ছিলেন জুলস কুন্দে ও মার্ক বেরনাল।

লেভা ও বালদেকে নিয়ে যে খুব হিসেব করে এগোতে চান ফ্লিক তার ইঙ্গিত দিয়ে বলেন, 'আশা করি ওরা খেলতে পারবে, তবে আমাদের অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতিতে আমরা ঝুঁকি নিতে পারি না। আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে, আর যখন চিকিৎসকরা "ঠিক আছে" বলবেন, যেমন আজ লামিনের ক্ষেত্রে হয়েছে, তখনই তারা খেলবে।'

উল্লেখ্য, ইন্টারের বিপক্ষে ম্যাচ শেষে কিছুটা অস্বস্তিতে ছিলেন লামিন। তবে এদিন তিনজন 'বার্সা আতলেতিক' খেলোয়াড় প্রথম দলের অনুশীলনে অংশ নেন: উইঙ্গার দানি রদ্রিগেজ, মিডফিল্ডার নোয়া দারভিচ এবং ডিফেন্ডার লান্দ্রি ফারে। তারা জায়গা নেন ফুলব্যাক জোফ্রে তোরেন্সের, যিনি বৃহস্পতিবারের অনুশীলনে ছিলেন দানি ও দারভিচের সঙ্গে।

দানি এরমধ্যেই সাবেক কোচ জাভি হার্নান্দেজের অধীনে কিছু ম্যাচে ডাক পেয়েছিলেন, তবে ফ্লিকের অধীনে এটিই তার প্রথম ডাক। চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। দারভিচও মাঝে মাঝে দলে ডাক পেয়েছেন। তবে লান্দ্রি ফারে এবারই প্রথমবারের মতো মূল দলের আনুষ্ঠানিক দলে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

54m ago