রেফারির কাছে ক্ষমা চাইলেন রুদিগার

চূড়ান্ত বাঁশি বাজার ঠিক আগে ঘটে যায় এক নেক্কারনজক ঘটনা। এরিক গার্সিয়াকে করা কিলিয়ান এমবাপের একটি ফাউলের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। যেখানে সবচেয়ে বেশি ক্ষেপেছিলেন বেঞ্চে থাকা আন্তনিও রুদিগার। এমনকি রেফারির দিকে একটি বস্তু (আইস ব্যাগ) ছুঁড়ে মারেন তিনি। সে ঘটনায় লাল কার্ড দেখেছেন এই ডিফেন্ডার।

তবে ঘটনা লাল কার্ডেও শেষ হয়নি। তাতে আরও ক্ষেপে যান রুদিগার, রেফারির দিকে তেড়ে যেতে থাকেন। তাকে আটকে রাখেন ক্লাবের টেকনিক্যাল কমিটির এক সদস্য। তিনিও হিমশিম খাচ্ছিলেন। তবে নিজের ভুল বুঝতে পেরেছেন রুদিগার। রেফারি দে বুরগোস বেঙ্গোইচিয়ার কাছে ক্ষমা চেয়েছেন এই জার্মান ডিফেন্ডার।

রোববার সকালে মাথা ঠাণ্ডা হওয়ার পর, রিয়াল মাদ্রিদের এই সেন্টার-ব্যাক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সামাজিকমাধ্যমে লিখেছেন, 'গতরাতের আচরণের কোনো যুক্তি নেই। আমি সত্যিই দুঃখিত, এবং রেফারির কাছেও ক্ষমা চাইছি।'

তিনি নিজের দুর্বল পারফরম্যান্সও স্বীকার করে নেন, একইসঙ্গে দলের দুর্দান্ত ফিনিশের প্রশংসা করে বলেন, 'দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুব ভালো খেলেছি। ১১১ মিনিট পর্যন্ত আমি দলকে সাহায্য করতে পেরেছিলাম, কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই আমি একটা বড় ভুল করে ফেলি।'

রুদিগারের এই উত্তপ্ত ঘটনার পর, তার বড় ধরনের শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। রেফারি তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, রুদিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুঁড়েছিলেন, যদিও তা রেফারির গায়ে লাগেনি। তবে, রুদিগারের এই খোলামেলা ক্ষমা প্রার্থনা তার শাস্তি কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রেফারি তার প্রতিবেদনে লেখেন, '১২০তম মিনিটে, (২২ নম্বর) খেলোয়াড় আন্তনিও রুদিগারকে বহিষ্কার করা হয়, কারণ তিনি টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারেন, যদিও তা আমার শরীরে লাগেনি। লাল কার্ড প্রদর্শনের পর, তাকে শান্ত করতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ সদস্য এগিয়ে আসতে বাধ্য হন, কারণ তিনি তীব্র আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছিলেন।'

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

3h ago