রিয়াল ভক্ত তেবাস বললেন, 'বার্সা কিছু নাও জিততে পারে'

চলতি মৌসুমে তিনটি শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বার্সেলোনার। মৌসুমের একেবারে শেষ দিকে এখন সামান্য পা ফসকালেই শিরোপা অধরাই থাকতে পারে তাদের। তিন শিরোপার ক্ষেত্রেই একই ঘটনা ঘটতে পারে। এটাই মনে করিয়ে দিলেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। একই সঙ্গে আরও একবার মনে করিয়ে দেন রিয়াল মাদ্রিদের বড় ভক্ত তিনি।

বার্সেলোনার ট্রেবল জয়ের বড় বাধা ঠাঁসা সূচি। ১৫ দিনের ব্যবধানে দুটি এল ক্লাসিকো, চ্যাম্পিয়ন্স লিগের দুটি সেমি-ফাইনাল সহ আরও একটি ম্যাচ খেলতে হবে দলটিকে। ক্লান্তির সঙ্গে রয়েছে চোটের ভয়। এরমধ্যেই ছিটকে গেছেন দলের অন্যতম ভরসা রবার্ট লেভানদোভস্কি। যিনি ক্লাবের হয়ে এরমধ্যে করে ফেলেছেন ৪০টি গোল।  

এমন সূচির কারণে স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তার ক্ষোভ তীব্র প্রতিবাদ করেছেন তেবাস, 'আমি ফ্লিককে মনে করিয়ে দিতে চাই, যিনি আমাকে নিয়ে কড়া কথা বলেছেন, তিনি চাইলে উয়েফার বিপক্ষেও অভিযোগ করতে পারেন। কেন চ্যাম্পিয়ন্স লিগের দুই সেমিফাইনাল একই দিনে হয় না? কেন সব সময় লা লিগাকেই দোষ দেওয়া হয়? আমরা তো গত ১০ বছর ধরে ১০টি আলাদা সময়সূচী চালু রেখেছি।'

এরপরই তেবাসকে জানিয়ে দেওয়া হয় বার্সেলোনা তিনটি শিরোপা জয়ের সামনে। তার উত্তরে নিজে রিয়াল মাদ্রিদের বড় ভক্ত তা আরও একবার জানিয়ে দেন। একই সঙ্গে প্রিয় ক্লাবটিও একসময় এমনভাবে সব শিরোপার সামনে থেকেও কিছু জিততে পারেনি তা মনে করিয়ে দেন লা লিগা সভাপতি।

'বার্সা এখন (লা লিগায়) প্রথম স্থানে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, আর কোপা দেল রের ফাইনালেও আছে। তারা তিনটি শিরোপা জিততেও পারে। তবে আবার কিছুই নাও জিততে পারে। আমি তো রিয়াল মাদ্রিদের বড় ভক্ত— মনে আছে, ১৯৮০-৮১ মৌসুমে আমরা পাঁচটি ফাইনাল খেলেও সব হেরে গিয়েছিলাম। রিয়াল তো ফাইনাল জিততেই নামে, কিন্তু সেই বছর তা হয়নি, বলেন তেবাস।

রিয়ালের শক্তিমত্তা জানিয়ে আরও বলেন, 'এবার দেখা যাক বার্সার ভাগ্যে কী আছে। এখনো লা লিগা বাকি, কাপ ফাইনাল বাকি, রিয়ালের কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে, আর ইউরোপীয় সেমিফাইনালে কী হয়, সেটাও দেখা বাকি। ইন্টার কোনো সহজ দল নয়, এটা তো দেখাই যাচ্ছে।'

দানি ওলমো ও পাউ ভিক্তরের রেজিস্ট্রেশন নিয়ে বছরের শুরু থেকেই বার্সেলোনার উপর ক্ষিপ্ত ছিলেন তেবাস। তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে উঠেপড়ে লেগেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ক্রীড়া উচ্চ পরিষদের (সিএসডি) সিদ্ধান্তে হার মানতে হয় তাকে।

আদালতের এই সিদ্ধান্তের বিদ্রূপাত্মক ভঙ্গি গ্রহণ করেন লা লিগা সভাপতি, 'সিএসডির সাম্প্রতিক সিদ্ধান্ত এক ধরনের আইনগত কৌশলের নমুনা। সিদ্ধান্তটি শুধু এই যুক্তির ওপর নির্ভর করে না যে, লা লিগা ও ফেডারেশনের এখতিয়ার নেই, বরং আরও অভিনব যুক্তি দেওয়া হয়েছে— ওলমো ও পাউ ভিক্তরের লাইসেন্স কখনো বাতিলই করা হয়নি! এই যুক্তি মানলে তো বলা যায়, দি স্তেফানো এখনো রিয়াল মাদ্রিদের লাইসেন্সধারী খেলোয়াড়!'

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

3h ago