একই ভেন্যুতে ফেডারেশন কাপের ফাইনালের বাকি অংশ মঙ্গলবার

আলোক স্বল্পতার কারণে ১০৫ মিনিট খেলার পর অমীমাংসিত অবস্থায় আগের দিন স্থগিত রাখা হয় বসুব্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি। তবে একই ভেন্যুতে ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।  

আজ বুধবার প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের অংশের খেলা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

সভা শেষে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, 'রেফারি খেলার আলো স্বল্পতার কারণে ম্যাচ চালিয়ে নেওয়ার অক্ষমতা প্রকাশ করায়, আমরা বিধিমালার আলোকে সিদ্ধান্ত নিয়েছি যে ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় একই ভেন্যুতে আয়োজন করা হবে।'

তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দুই ফাইনালিস্ট দলের সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল না জানিয়ে আরও বলেন, 'বিধিমালার অনুযায়ী প্রথমে অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিট খেলা হবে। যদি তাতেও ফলাফল নির্ধারিত না হয়, তবে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হবে।'

উল্লেখ্য, প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ম্যাচের মাঝে এক ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় শেষ দিকে আলোক স্বল্পতা দেখা যায়। যে কারণে রেফারি সাইমন হাসান ম্যাচটি বাতিল ঘোষণা করেন। তখন পর্যন্ত ১০৫ মিনিট খেলা হয়েছিল এবং ১-১ গোলে সমতায় ছিল ম্যাচটি।

Comments

The Daily Star  | English

Salehuddin urges all to work together to overcome challenges of economy

'We are in the midst of all sorts of challenges,' says the finance adviser

2h ago