বার্সেলোনায় অনিশ্চিত ওলমো-ভিক্টরের ভবিষ্যৎ

ঘোষণাটা আগেই দিয়েছিলেন লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস। যে কোনো মূল্যে দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধন বাতিল করে ছাড়বেন। শেষ পর্যন্ত বার্সেলোনার 'ফিনান্সিয়াল ফেয়ার প্লে' কার্যক্রম বাতিল করেছে তার অধীনে থাকা সংস্থা লা লিগা। তাতে অনিশ্চিত হয়ে পড়েছে এই দুই খেলোয়াড়ের ভবিষ্যৎ।

দুই খেলোয়াড়কে লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিধিমালা ও একই মৌসুমে একই খেলোয়াড়ের দ্বৈত নিবন্ধন নিষিদ্ধকারী নিয়মের কারণে তালিকা থেকে বাদ দেওয়ার পর স্পেনের উচ্চতর ক্রীড়া পরিষদে (সিএসডি) আপিল করেছে বার্সেলোনা। এখন অপেক্ষা আপিলের সিদ্ধান্তের জন্য, যা আসবে আগামী সোমবার (৭ জানুয়ারি)।

যদিও আগামী সোমবার এই আপিলের সিদ্ধান্তের মেয়াদ শেষ হবে, তবে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সিএসডি রায়টি আগামী রোববারের আগেই ঘোষণা করতে চায়। সম্ভাবনা রয়েছে যে এই বৃহস্পতিবারই প্রকাশিত হওয়ার। অর্থাৎ কোপা দেল রে'র সেমিফাইনালের সমাপ্তির পরপরই, যেখানে বার্সেলোনা আজ রাতেই দ্বিতীয় লেগ খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সূত্র অনুসারে, বার্সেলোনার আশাটা টিকে আছে খেলোয়াড়দের কাজের অধিকারের ক্ষেত্রে, যা রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদ অনুযায়ী, বার্সেলোনার আপিল মঞ্জুর হওয়ার ক্ষেত্রে এবং সাময়িক নিষেধাজ্ঞার পক্ষে বড় একটি যুক্তি হতে পারে খেলোয়াড়দের পেশাগত অধিকার।

এর আগে সিএসডি ওলমো ও ভিক্টরের নিবন্ধনের পক্ষে অনুমোদনের সময়ে সতর্কতামূলক ব্যবস্থা আরোপ করার সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত করেছিল এই পেশাগত অধিকার রক্ষার কারণেই। তখন তারা জানিয়েছিল, 'এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে ক্লাব এবং বিশেষ করে খেলোয়াড়দের জন্য গুরুতর অর্থনৈতিক এবং ক্রীড়া অধিকার ক্ষতি হতে পারে। এটি স্প্যানিশ জাতীয় দলের স্বার্থ এবং অন্যান্য জাতীয় প্রতিযোগিতার ক্ষেত্রেও ক্ষতিকর হতে পারে।'

এছাড়া, সিএসডি বিবেচনা করেছিল যে এই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি 'অবিলম্বে ও অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে, যা দানি ওলমো ও পাও ভিক্টরের ক্রীড়া অধিকার ও আইনি নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।' আরও বলা হয়েছিল, 'পেশাদার ক্রীড়াবিদদের অধিকার রয়েছে তাদের দক্ষতা অনুযায়ী ক্রীড়া ক্যারিয়ার চালিয়ে যাওয়ার, যা নির্দিষ্ট গ্যারান্টি ও নিশ্চয়তার মাধ্যমে রক্ষা করা উচিত।'

শেষ পর্যন্ত আপিল খারিজ এবং সতর্কতামূলক ব্যবস্থা বাতিল করার অর্থ হবে যে, দানি ওলমো এবং পাও ভিক্টর উভয়ই মৌসুমের বাকি অংশে বার্সেলোনা তো বটেই কার্যত কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবেন না। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বব্যাপী কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না তারা।

তবে অন্য ক্লাবে চুক্তি শুধুমাত্র তখনই সম্ভব, যদি খেলোয়াড়রা বার্সেলোনার সঙ্গে তাদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং একটি ন্যায়সঙ্গত কারণ হিসাবে উপস্থাপন করে। এই নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব বাজারের বাইরে একজন পেশাদার খেলোয়াড়কে নিবন্ধিত করতে পারে, যদি তিনি তার চুক্তি ন্যায়সঙ্গত কারণে বাতিল করে থাকেন, অথবা তার ক্লাব অন্যায্যভাবে তার চুক্তি বাতিল করে।

মূল প্রশ্নটি হল, বার্সেলোনার আপিল মঞ্জুর হবে কিনা। লা লিগার আর্থিক নিয়ন্ত্রণ নীতির আলোকে এবং বার্সেলোনার ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থতার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। মূল বিষয় হলো, এই সিদ্ধান্ত ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে, কারণ অন্যান্য লা লিগা ক্লাবগুলো বার্সেলোনার উদাহরণ দেখিয়ে তাদের খেলোয়াড়দের নিবন্ধনের দাবি তুলতে পারে।

লা লিগা এরমধ্যে জানিয়েছে যে তারা এ বিষয়ে কোনো ছাড় দেবে না, যা বুধবারের বিবৃতিতেও স্পষ্টভাবে বলা হয়েছে। ডিসেম্বরে ক্যাম্প ন্যুর ভিআইপি বক্স বিক্রির মাধ্যমে বার্সেলোনার আর্থিক সক্ষমতা বৃদ্ধি দেখানো হলেও, লা লিগা তা গ্রহণ করেনি, ফলে ক্লাবটি ১:১ নিয়মে ফিরে যেতে ব্যর্থ হয় ক্লাবটি।

Comments

The Daily Star  | English
us tariff impacts bangladesh synthetic shoe exports

US tariff threatens booming synthetic shoe exports

The country’s growing non-leather footwear industry now faces a major setback as a steep new tariff from the United States threatens its growth

15h ago