আবার চোটে পড়লেন নেইমার, ব্রাজিলের জন্য দুঃসংবাদ

ছবি: এএফপি

চোটের ভয়াল থাবা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না নেইমারের। আবারও চোটে পড়েছেন তিনি। ঊরুতে অস্বস্তি বোধ করছেন ৩৩ বছর বয়সী তারকা। মাঠের বাইরে তার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে দুঃসংবাদ ব্রাজিলের জন্য।

বাংলাদেশ সময় সোমবার ভোরে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তোস। তাদেরকে ২-১ গোলে পরাস্ত করেছে করিন্থিয়ান্স। বর্তমান ক্লাবের হার বেঞ্চে বসে দেখেছেন নেইমার। নতুন চোটের কারণে স্কোয়াডেও ছিলেন না তিনি।

নেইমারের চোটের বিষয়ে তার শৈশবের ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই লিখেছেন, 'আমি আজ পুরোপুরিভাবে মাঠে থাকতে চেয়েছিলাম। সতীর্থদের কোনো না কোনোভাবে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তি অনুভব করি। আর তাই আজ মাঠে থাকতে পারিনি।'

তিনি যোগ করেছেন, 'সকালে আমার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করেছি। দুর্ভাগ্যজনকভাবে, এসব ফুটবলের অংশ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করব।'

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ঊরুতে অস্বস্তি বোধ করছেন নেইমার। যদিও তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে। কিন্তু ক্রমাগত চোটের সঙ্গে লড়াই করে যাওয়া এই অভিজ্ঞ ফুটবলারের জন্য এটি আরেকটি বড় ধাক্কা।

চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২১ মার্চ হোম ম্যাচে কলম্বিয়া ও ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। সেলেসাওদের স্কোয়াডে ফিরলেও নেইমারকে ওই দুটি ম্যাচে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

সম্প্রতি নেইমার ছিলেন পুরনো ফর্মে ফেরার ধারায়। গত জানুয়ারিতে সান্তোসে ফিরে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। এবারের চোট তার ছন্দ খুঁজে নেওয়ার পথে বাধা তৈরি করতে পারে, এমন শঙ্কা থাকছে। সান্তোসে যোগ দেওয়ার আগে তিনি দেড় বছর কাটান সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। সেখানে চোটের কারণে সব মিলিয়ে স্রেফ সাত ম্যাচ খেলতে পারেন তিনি।

Comments

The Daily Star  | English

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

18m ago