'জীবনের সেরা পারফরম্যান্স' - লিভারপুলকে বাঁচিয়ে বললেন অ্যালিসন

একেবারে অবিশ্বাস্য এক জয়। পুরো ৮৭ মিনিট ধরে লিভারপুলকে চাপে রেখেছিল পিএসজি। কিন্তু ধারার বিপরীতে গোল দিয়ে জয় তুলে নেয় রেডরাই। স্বাভাবিকভাবেই এমন পরিসংখ্যানের পর কৃতিত্ব যায় লিভারপুলের রক্ষণে। যেখানে নায়ক ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। একের পর এক শট নিয়েও যাকে পরাস্ত করতে পারেনি প্যারিসিয়ানরা।
পার্ক দে প্রিন্সেসে হার্ভি ইলিয়ট বদলি নামার মাত্র ৪৬ সেকেন্ডের মধ্যেই গোল করে ১-০ লিড এনে দেন লিভারপুলকে। তখন পুরো স্টেডিয়ামে একটা অবিশ্বাসের আবহ তৈরি হয়। ম্যাচে পিএসজির আধিপত্য কতোটা ছিল তা পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট। অধিকাংশ সময় ফরাসি চ্যাম্পিয়নরা আক্রমণের ঝড় তুলে মোট ২৭টি শট নেয়। যেখানে লিভারপুলের শট ছিল মাত্র ২টি।
৩২ বছর বয়সী এই গোলরক্ষক অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে একের পর এক শট সব ঠেকিয়ে পিএসজিকে হতাশায় ডুবিয়েছেন। অপ্টার পরিসংখ্যান অনুযায়ী অ্যালিসনের ৯টি সেভ চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে লিভারপুল গোলকিপারের মধ্যে সর্বোচ্চ সেভের রেকর্ড।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে অ্যালিসন বলেন, 'এটা সম্ভবত আমার জীবনের সেরা পারফরম্যান্স। ম্যানেজার আমাদের বলেছিলেন, পিএসজির বিপক্ষে খেলাটা কতটা কঠিন হবে, ওরা কতটা ভালো এবং আমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে। আমরা জানতাম কী আসতে চলেছে।'
অ্যালিসনের উচ্ছ্বসিত প্রশংসায় তার সতীর্থরাও। গোলদাতা ইলিয়ট বললেন, 'সে অবিশ্বাস্য, বিশ্বের সেরা গোলকিপার। প্রতিটি ম্যাচেই সে সেটা প্রমাণ করে এবং আমাদের বাঁচিয়ে দেয়। ও না থাকলে আমরা কোথায় থাকতাম, কে জানে!"
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে (২০০৩-০৪ সালের পর) নকআউট পর্বের কোনো ম্যাচে ২৫টির বেশি শট নিয়ে গোল করতে না পারা ও পরাজিত হওয়া দ্বিতীয় দল পিএসজি। প্রথম দলও তারাই। ২০২৪ সালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩০ শট নিয়েও গোল করতে পারেনি দলটি।
Comments