আট বছরের মধ্যে তৃতীয়বার পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

fifa
ছবি: এএফপি

ফের নিষিদ্ধ হলো পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। ২০১৭ সাল থেকে এই নিয়ে তৃতীয়বারের মতো তাদেরকে নিষেধাজ্ঞা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পিএফএফকে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

পাকিস্তানের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার কিছু সুপারিশ করেছিল ফিফা। কিন্তু পিএফএফ কংগ্রেস ফিফার প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করেছে। তাই তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ওপর।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, 'সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে পিএফএফকে নিষিদ্ধ করা হয়েছে। এটা গৃহীত হলে সত্যিকার অর্থে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা হবে। একইসঙ্গে পিএফএফে চলমান স্বাভাবিককরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ফিফার বাধ্যবাধকতাগুলোও পূরণ হবে।'

সেখানে যোগ করা হয়েছে, 'পিএফএফ কংগ্রেস যদি ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।'

পিএফএফের স্বাভাবিককরণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন, 'আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে পিএফএফের সংবিধানে কিছু সংশোধন করতে চায় ফিফা। তবে পিএফএফ কংগ্রেসের নব-নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ফিফার প্রস্তাবে সম্মত হয়নি।'

নিষেধাজ্ঞার অর্থ হলো, উদ্ভূত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার কাছ থেকে কোনো ধরনের সহায়তাও পাবে না পিএফএফ।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

9m ago