আলাবার চোট, আরও দুর্বল হয়ে পড়ল রিয়ালের রক্ষণভাগ

ছবি: রিয়াল মাদ্রিদ

চোট কাটিয়ে এক বছরের বেশি সময় পর মাঠে ফিরেছিলেন ডাভিড আলাবা। কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে নতুন করে চোটে পড়লেন তিনি। বাঁ পায়ের ঊরুর মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে গেলেন অস্ট্রিয়ান ডিফেন্ডার।

মঙ্গলবার এক বিবৃতিতে আলাবার চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এতে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের রক্ষণভাগ আরও দুর্বল হয়ে পড়ল। চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে রাইট ব্যাক দানি কারভাহাল ও সেন্টার ব্যাক এদার মিলিতাওয়ের। দুদিন আগে নিশ্চিত হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার। এবার এসেছে আরেক সেন্টার ব্যাক আলাবার চোটের খবর।

বিবৃতিতে বলা হয়েছে, 'রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের পরীক্ষায় আমাদের খেলোয়াড় ডেভিড আলাবার বাম পায়ে অ্যাডাক্টরে চোট ধরা পড়েছে। তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।'

কবে নাগাদ আলাবা ফিরতে পারেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেনি রিয়াল। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুসারে, অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগবে তার সেরে উঠতে। রুডিগারেরও মাঠে ফিরতে একই রকম সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টর (এসিএল) চোটে ১৩ মাস মাঠের বাইরে ছিলেন আলাবা। গত ১৯ জানুয়ারি লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ফেরেন। এরপর আরও তিনটি ম্যাচে খেলেন। প্রতিটিতেই তাকে বদলি হিসেবে ব্যবহার করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে রিয়ালের সবশেষ ম্যাচে লিগে এস্পানিয়লের বিপক্ষে তাকে খেলানো হয়নি।

মৌসুমের এমন সময়ে আলাবা চোটে পড়েছেন, যখন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের সূচি রয়েছে রিয়ালের। আগামী ৯ ফেব্রুয়ারি লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দুই লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে তারা মোকাবিলা করবে আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি।

নিয়মিত ডিফেন্ডারদের অনুপস্থিতিতে বাধ্য হয়ে বেশ কিছু ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে দুই মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও আহেলিয়া চুয়ামেনিকে খেলিয়েছেন আনচেলত্তি। তাদের মধ্যে কামাভিঙ্গাও ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।

এমন প্রতিকূল পরিস্থিতিতে রিয়াল ধুঁকেছে সবশেষ ম্যাচে। লা লিগা থেকে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা এস্পানিয়লের মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা। যদিও শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। তবে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুইয়ে থাকা অ্যাতলেতিকো। সমান ম্যাচে তাদের অর্জন ৪৮ পয়েন্ট। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২ ম্যাচে ৪৫।

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

1h ago