আমি সর্বকালের সেরা, আমিই গোট: রোনালদো

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে? এ নিয়ে নানা ধরণের নানা যুক্তি রয়েছে ভক্ত-সমর্থকদের মধ্যে। পেলে-দিয়াগো ম্যারাডোনার পর সঙ্গে এই বিতর্কে উজ্জ্বল নাম লিওনেল মেসি। তবে বিশ্বকাপ জয়ী এই তারকারা কেউ নন, নিজেকেই সর্বকালের সেরা দাবী করলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এডু আগুইরেকে দেওয়া 'এল চিরিংগিতো দে হুগোনেস'-এর এক সাক্ষাৎকারে রোনালদো দৃঢ়ভাবে ঘোষণা করেন যে তিনি ফুটবলের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্পূর্ণ ফুটবলার। ফুটবলীয় দক্ষতার বিচারে ম্যারাডোনা, পেলে বা মেসির সঙ্গে তার তুলনা চলে না।
আরও একবারও বিতর্কের জন্ম দিয়ে সাহসিকতার সঙ্গে রোনালদো দাবি করেছেন, 'আমি সর্বকালের সেরা। আমিই গোট। আমি এতে বিশ্বাস করি। আমি দ্রুত, আমি শক্তিশালী, আমি হেডে গোল করি, বাঁ পায়েও গোল করি—আমার চেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আর কেউ নেই।'
Cristiano Ronaldo: "I am the best player ever, I believe that".
"I'm fast, I'm strong, [I score] with my header, with the left, no one has ever been more complete than me". pic.twitter.com/OFlfNWZzSz
— Fabrizio Romano (@FabrizioRomano) February 4, 2025
'আমি এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করতেই পারেন, কিন্তু আমি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্পূর্ণ এবং শ্রেষ্ঠ। আমি এখনো আমার চেয়ে ভালো কাউকে দেখিনি," দৃপ্ত কণ্ঠে বললেন রোনালদো।
নিজের অসাধারণ গোলসংখ্যার কথাও উল্লেখ করে বলেন, 'আমি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আমি বাঁ পায়ের খেলোয়াড় নই, তবুও বাঁ পায়ে করা গোলের তালিকায় আমি সেরা দশের মধ্যে আছি। এসব পরিসংখ্যান প্রমাণ করে যে আমি ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।'
সাক্ষাৎকার জুড়ে নিজের ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো নিয়ে স্মৃতিচারণ করেন রোনালদো, বিশেষ করে সেই ক্লাবের কথা। যেখানে তিনি সবকিছু অর্জন করেছেন এবং তার ক্যারিয়ারের সবচেয়ে সুখের সময় কাটিয়েছেন। আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল মেসি ও বার্সেলোনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। যেখানে তিনি স্বীকার করেন যে ক্যাম্প ন্যুতে গোল করা সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করার চেয়েও বেশি উপভোগ করতেন।
'আমি সেই পরিবেশে দারুণ খেলতে পারতাম; দর্শকদের বিদ্রূপ আমাকে আরও বেশি অনুপ্রাণিত করত গোল করার জন্য এবং সমালোচকদের চুপ করিয়ে দেওয়ার জন্য। ক্যাম্প ন্যুতে গোল করাই আমার বেশি ভালো লাগতো বার্নাব্যুর চেয়ে," অকপটে বলেন রোনালদো।
'পুরো সপ্তাহ জুড়ে উত্তেজনার এক ঝড় বয়ে যেত। এটি ছিল এক আইকনিক প্রতিদ্বন্দ্বিতা – রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, ক্রিস্তিয়ানো বনাম মেসি, রামোস বনাম পিকে। অসাধারণ ছিল সেই সময়। মেসির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল; একবার তাকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুবাদ করে সাহায্য করেছিলাম। সে আমাকে সবসময় ভালোভাবে গ্রহণ করেছে,' যোগ করেন আল-নাসর তারকা।
Comments