রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করে এমবাপে বললেন, ‘দলের জয়ে বেশি খুশি’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে নিয়মিতই গোল পাচ্ছেন কিলিয়ান এমবাপে। তবে মাঝে কিছু পড়তি সময় কেটেছে। সেটাতে সমালোচনাতেও পড়েছিলেন, তিনি এমবাপে বলেই তার কাছে প্রত্যাশা চড়া। ফরাসী এই তারকাকে কদিন ধরেই মিলছে চেনা রূপে, এবার রিয়ালের জার্সিতে তিনি পেয়ে গেলেন প্রথম হ্যাটট্রিক। যদিও নিজের অর্জনের চেয়েও দলের চাহিদা মেটানোর আনন্দে বেশি ভাসছেন তিনি।
স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ভায়োদোলিদকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল। তিনটা গোলই করেছেন এমবাপে। তাদের এই জয়ের আগে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাতলাটিকো মাদ্রিদ।
এতে করে স্প্যানিশ লা লিগার টেবিলে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করেছে রিয়াল। ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলতে তাই দলের অবস্থানে বেশি তৃপ্তির কথা জানালেন এমবাপে, 'হ্যাটট্রিক করতে পেরে আমি খুশি তবে দল জেতায় বেশি খুশি। এটা প্রতি সপ্তাহেই বলি কিন্তু এটাই সত্যিই।'
'আজকের জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে অ্যাতলাটিকোর ফলের পর । জয় নিয়ে মাদ্রিদে ফিরতে পারা হবে খুব আনন্দের।
ভায়োদোলিদের মাঠে ৩০ মিনিটেই প্রথম গোল পান এমবাপে। সতীর্থ জুড বেলিংহামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে বাঁকানো শটে জালে জড়িয়ে দেন এই তারকা। বিরতির পর রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে আরেকটি নিখুঁত ফিনিশিংয়ে পান দ্বিতীয় গোল।
ম্যাচের শেষ দিকে বেলিংহ্যামকে বক্সের ভেতর প্রতিপক্ষের ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে হ্যাটট্রিক পুরো করে ফেলেন এমবাপে।
Comments