রিয়ালের হয়ে নতুন মাইলফলক স্পর্শের আনন্দ ভিনিসিয়ুসের
মাঠে নামলেই ঝলক দেখাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান উইঙ্গারের মুন্সিনায় ফল পাচ্ছে রিয়াল মাদ্রিদও। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করে রিয়ালের হয়ে ১০০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
আরবি সালজবুর্গকে ৫-১ গোলে হারানোর পথে দুই গোল করেন ভিনি। এতে রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি হয়ে যায়।
মাইলফলক স্পর্শের প্রতিক্রিয়ায় ব্রাজিলিয়ান তারকা বলেন, 'এই জার্সিতে ১০০ গোল করার পর আমি ভীষণ খুশি।' রিয়ালের জার্সিতে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর আছে ১০৪ গোল। ভিনি তাকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছে।
সেটা ছাড়িয়ে আরও অনেক উপরে যেতে চান তিনি, 'আমি আশা করি এভাবেই চালিয়ে যেতে পারব এবং অনেক গোল করব। এই দলেও একটা যুগ স্থাপন করতে পারব।'
রিয়ালে বর্তমানে ৬ষ্ঠ মৌসুম পার করছেন ভিনিসিয়ুস। ১০০ গোল তিনি পেলেন ২৯১ ম্যাচে।
সব প্রতিযোগিতায় মিলিয়ে শেষ নয়টি ম্যাচে আট গোল করেন ভিনিসিয়ুস। এদিন সতীর্থ জুড বেলিংহ্যামের ক্রস থেকে করেন নিজের প্রথম গোল। দ্বিতীয় গোল ছিলো আরও দর্শনীয়। বেলিংহ্যামের দারুণ ব্যাকহিল থেকে যা সেট আপ হয়। পরে রদ্রিগোর কাছ থেকে ঘুরে পাওয়া বল জালে জড়ান ভিনি।
Comments