'সত্যি কথা বললে আমি আর লা লিগায় খেলতে পারব না'

লা লিগায় রেফারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রায় নিয়মিতই সংবাদের শিরোনাম হন স্পেনের রেফারিরা। যা নিয়ে অনেক অভিযোগ থাকে কোচ-খেলোয়াড়দের। কিন্তু নানা বিধি-নিষেধের কারণে খেলোয়াড়ি জীবনে অভিযোগ ঠিকঠাক করতেও পারেন না তারা। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও বললেন এমনটাই।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ম্যাচ শেষে টানেলে বার্সার খেলোয়াড়দের সঙ্গে অনেকটা হাতাহাতি হয় বেনফিকার খেলোয়াড়দের। সে সকল বিষয় নিয়ে কথা বলেন রাফিনিয়া। এ সময় উঠে আসে লা লিগার রেফারিং প্রসঙ্গও।

রেফারিং নিয়ে সরাসরি কোনো কথা বললেও কোনো কথাই যেন গোপন করেননি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি লা লিগার রেফারিং পছন্দ করেন নাকি চ্যাম্পিয়ন্স লিগের। জবাবে ব্রাজিলিয়ান খেলোয়াড় পরিষ্কারভাবে বলেন, 'আমি যদি সত্যি কথা বলি, তাহলে হয়তো আর কখনো লা লিগায় খেলতে পারব না।'

লিগে নিজের সবশেষ ম্যাচে গেতাফের বিপক্ষে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তের শিকার হয় বার্সেলোনা। ম্যাচের ৮১তম মিনিটে নিজেদের ডি-বক্সের মধ্যে বার্সা ডিফেন্ডার কুন্দেকে টেনে ধরে ফেলে দেন ক্রিসান্তোস উচে। কিন্তু ভিএআরে বিষয়টি উপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সা।

এদিকে বেনফিকা ম্যাচ শেষে দুই দল মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় টানেলে এক মারামারির ঘটনা ঘটে। রাফিনিয়াকে কটূক্তি করা হলে তার পাল্টা জবাব দেন এই ব্রাজিলিয়ান। এরপর উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়।

পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে রাফিনিয়া বলেন, 'আমি এমন একজন ব্যক্তি, যে সবার প্রতি সম্মান দেখাই। যখন আমি মাঠ ছাড়ছিলাম, তখন কিছু লোক আমাকে কটূক্তি করেছিল। আমিও পাল্টা কটূক্তি করেছি, যদিও আমি জানি যে এটা করা উচিত নয়। এতে আমরা সবাই রেগে গিয়েছিলাম।'

'বেনফিকার খেলোয়াড়রা... আমাকে অপমান করতে বেশি পছন্দ করল। আমি এমন একজন ব্যক্তি, যে কিছুই চুপচাপ মেনে নেয় না। যদি তারা আমাকে সম্মান করে, তবে আমিও তাদের সম্মান করি। কিন্তু যদি তারা না করে এবং আমাকে অপমান করে, তাহলে আমি চুপ করে থাকি না। এমন ম্যাচের পর এমনটা হওয়া স্বাভাবিক,' যোগ করেন এই ব্রাজিলিয়ান।

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

28m ago