হামজা ও তার পরিবারের সঙ্গে লেস্টারে সাক্ষাৎ করলেন তাবিথ
হামজা চৌধুরী ও তার পরিবারের সঙ্গে ইংল্যান্ডের লেস্টার শহরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাফুফের স্বীকৃত পেজে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য 'গভীর আগ্রহ' প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী হামজা।
গতকাল বুধবার লেস্টার সিটির বাংলাদেশি মিডফিল্ডার হামজার সঙ্গে রাতের খাবার খান তাবিথ। এর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে বসে উপভোগ করেন একটি ম্যাচ। সেখানে ক্রিস্টাল প্যালেসের কাছে লেস্টার হেরে যায় ২-০ গোলে। বদলি খেলোয়াড়দের তালিকায় নাম থাকলেও মাঠে নামা হয়নি হামজার।
গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ২০০৫ সালে লেস্টারে যোগ দেন। বয়সভিত্তিক ধাপ পার করে ২০১৫ সাল থেকে ক্লাবটির মূল দলে খেলছেন তিনি।
চূড়ান্ত অনুমোদন পাওয়ায় হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাইপর্বে লাল-সবুজ জার্সিতে তার অভিষেক হবে।
ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্ম নেওয়া হামজার বাবা গ্রেনাডার নাগরিক, মা বাংলাদেশের। তার নানা বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে বাংলাদেশে ভ্রমণের অভিজ্ঞতা আছে তার। গত আগস্টে হামজা পান বাংলাদেশি পাসপোর্ট।
Comments