'রোনালদোর নগরে' ভিনিসিয়ুসকে 'মেসি মেসি' বলে দুয়ো

কয়েক বছর ধরেই সৌদি প্রো লিগে খেলছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে খেলার সময় অনেকবারই সমর্থকদের রোষানলে পড়েছিলেন। বিশেষ করে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে। তার পায়ে বল গেলেই সমর্থকরা দুয়ো দিতে শুরু করতেন 'মেসি, মেসি' বলে। সেই স্টেডিয়ামে এবার একইভাবে দুয়ো শুনতে হলো তারই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিনিধি ভিনিসিয়ুস জুনিয়রকে।

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ আয়োজনের পর থেকে প্রতিবছরই চ্যাম্পিয়ন বদল হয়েছে। তবে প্রতিবারই বড় ব্যবধানে জয়ের গল্প বয়ে এনেছে। যা স্থানীয় সমর্থকদের জন্য বিশেষ আনন্দের কারণও। আগের রাতে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনার সুপার কাপ জিতে নেওয়ার ম্যাচে ৬০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ছিল প্রায় পূর্ণ।

এবার ফাইনাল ম্যাচে উভয় দলের সমর্থকদের সমান উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেখানে গত বছরও রিয়াল মাদ্রিদের সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা তেমন ছিল না। তবে মাঠের ফুটবল যেমন ছিল চিত্তাকর্ষক, তেমনি স্টেডিয়ামের গ্যালারিতেও অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল, যা হয়ত টিভি সম্প্রচারে ধরা পড়েনি।

তবে মাঠের খেলাতেই প্রতিফলিত হয়েছে স্থানীয় সমর্থকদের বার্তাগুলো। শুরুতে ভক্তদের দেওয়া চিত্তাকর্ষক বার্তা স্পর্শ করে ভিনিসিয়ুসকে। ৭৬তম মিনিটে নেমে গিয়ে ব্রাহিম দিয়াজকে জায়গা ছেড়ে দেন তিনি, তখন স্কোর ছিল ২-৫। এরপর ক্যামেরায় তিনবার ব্রাজিলিয়ান খেলোয়াড়কে বেঞ্চে দেখানো হয়। প্রতিবারই তার ছবি স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠার সঙ্গে সঙ্গে ভিনিকে উদ্দেশ্য করে উদ্ভট দুয়ো দিতে শুরু করেন ভক্তরা।

আর তৃতীয়বার ভিনির ছবি যখন বড় পর্দায় আসে, তখন বার্সার চিরকালীন ১০ নম্বর খেলোয়াড়কে স্মরণ করে 'মেসি, মেসি' স্লোগানে মুখরিত হয় গ্যালারি। হয়তো রিয়ালে এমন হতশ্রী পারফরম্যান্সে ভিনির উপর ক্ষোভ ঝাড়তে চেয়েছেন স্থানীয় সমর্থকরা। তবে মাঠে নামার আগে তার সতীর্থ লুকা মদ্রিচকে অভূতপূর্ব করতালি দিয়ে স্বাগত জানায় দর্শকরা। যা ছিল শেষ পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Hasnat warns media against airing Hasina’s speech

He further warned that there would be no rehabilitation of Hasina or fascism in Bangladesh

32m ago