মোহামেডানকে বিদায়ের শঙ্কায় ফেলে জিতল আবাহনী
জৌলুস হারিয়েছে অনেক আগেই। এখন টিকে আছে কেবল ঐতিহ্যের লড়াই। তবে ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ ছিল মোহামেডানের জন্য। কারণ রহমতগঞ্জের কাছে হেরে গিয়েছিল তারা। ভাগ্যটা নিজেদের হাতে রাখতে আবাহনীর বিপক্ষে জয় খুবই জরুরী ছিল তাদের। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে গিয়ে বিদায়ের শঙ্কায় পড়েছে সাদাকালোরা।
সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফেডারেশন কাপে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। গোলশূন্য প্রথমার্ধ কাটানোর পর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।
চলতি মৌসুমে বিদেশি খেলোয়াড় ছাড়া কেবল স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে আবাহনী লিমিটেড। তাই নিয়ে চমক দেখাচ্ছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শিরোপা লড়াইয়ে রয়েছে দলটি। ফেডারেশন কাপেও পরবর্তী রাউন্ডে ওঠার পথে তারা।
দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আবাহনী। দুই ম্যাচে দুই জয় রহমতগঞ্জেরও। অন্যদিকে তিন ম্যাচে কেবল একটি জয় পেয়েছে মোহামেডান। তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ও ইয়ংমেন্স ফকিরাপুলের পয়েন্ট ১।
স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ম্যাচে এদিন কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে আবাহনী। তাতে সাফল্যও পায় তারা। ম্যাচের ৭৪তম মিনিটে এমনই এক পাল্টা আক্রমণে দৌড়ে বক্সে ঢুকে ডান দিক থেকে ইব্রাহিমের উদ্দেশ্যে পাস দেন শাহরিয়ার ইমন। সেই পাস থেকে নিখুঁত ট্যাপ-ইনে বল জালে পাঠান জাতীয় দল থেকে বাদ পড়া এই ফরোয়ার্ড।
এই জয় একদিকে আবাহনীর জন্য প্রতিশোধও। কারণ মৌসুমের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম সাক্ষাতে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
Comments