দুই ম্যাচ নিষিদ্ধ ফ্লিক, আপিল করবে বার্সেলোনা

এ যেন মরার উপর খাড়ার ঘা। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট তুলে নেওয়া বার্সেলোনার জন্য আরও একটি বড় ধাক্কা। অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না কোচ হ্যান্সি ফ্লিক। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই জার্মান কোচকে।

শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চবাচ্য করায় লাল কার্ড দেখেন ফ্লিক। যার শাস্তি হিসেবে বুধবার দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা।

আর এই নিষেধাজ্ঞা পাওয়ায় লা লিগায় পরবর্তী দুই ম্যাচ লেগানেস ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারছেন ফ্লিক। অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বার্সা বেঞ্চে বসতে পারবেন না এই কোচ। তবে ১০ কার্যদিবসের মধ্যে আপিল কোর্টে আপিল করার সুযোগ রয়েছে ক্লাবটির।

অ্যাতলেতিকো ম্যাচের পর ১৯ জানুয়ারি গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে খেলবে দলটি। এরপর সৌদি আরবে সুপার কোপার আসরে খেলবে তারা। যেখানে সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাথলেতিক বিলবাও।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

MV Al Bakhera killings: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

14m ago