'১৫০ মামলা মাথায় নিয়ে জিততে চাই না,' গার্দিওলাকে মরিনহোর খোঁচা

চিত্র দুইটি প্রায় একই। একই মাঠ, একই প্রতিপক্ষ। ২০১৮ সালে ডিসেম্বরে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-১ ব্যবধানে হারের পর দুয়ো শুনেছিলেন জোসে মরিনহো। তার উত্তরে তিনটি আঙুল দেখিয়ে তিন প্রিমিয়ার লিগ শিরোপার কথা মনে করিয়ে দেন। এবার একই নগরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটি ২-০ ব্যবধানে হারায় দুয়ো শোনেন পেপ গার্দিওলা। তিনিও জবাব দেন আঙুল তুলে। তবে ছয়টি।

২০১৬ ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার পর এখন পর্যন্ত ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন গার্দিওলা। এই কারণেই সেদিন ছয়টি আঙুল দেখিয়েছিলেন তিনি। তাতে অনেকের স্মৃতিতে ভাসে মরিনহোর সেই সময়ের স্মৃতি। সংবাদ সম্মেলনে তা মনে করিয়ে দেওয়া হয় গার্দিওলাকে। তাতে এই স্প্যানিশ কোচ বলেন, 'আমি আশা করি আমার ক্ষেত্রে বিষয়টা এমন নয়... তিনি তিনটি জিতেছেন, আমি ছয়টি জিতেছি... কিন্তু আমরা একই রকম।'

গার্দিওলা হয়তো বুঝতে পারেননি, ঠিক কোথায় আঘাত করেছেন তিনি। মরিনহোকে কটাক্ষ করে কিছু বলার পাল্টা আঘাত পেতেই হয়। পেলেনও। গার্দিওলাকে খোঁচা মেরে এই পর্তুগিজ বলেছেন, 'পেপ গার্দিওলা গতকাল আমাকে নিয়ে কিছু বলেছিল। সে ছয়টি (প্রিমিয়ার লিগ) শিরোপা জিতেছে আর আমি তিনটি জিতেছি। তবে আমি ন্যায্য এবং পরিষ্কারভাবেই তা জিতেছি।'

শুধু এখানেই থামেননি মরিনহো। ম্যানচেস্টার সিটির বিপক্ষে হওয়া ১১৫টি মামলার প্রসঙ্গ তুলে আরও বলেছেন, 'যদি ন্যায্যভাবে না জিততে পারি, তাহলে হারতেও রাজি আছি। কিন্তু আমি ১৫০টি মামলা মাথায় নিয়ে জিততে চাই না। যদি হেরে যাই, সেক্ষেত্রে আমি প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। কারণ তারা আমার চেয়ে শ্রেয়তর খেলেছে।'

ইংলিশ প্রিমিয়ার লিগে গার্দিওলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আগে স্প্যানিশ লিগেও রাইভাল ছিলেন এ দুই কোচ। গার্দিওলা যখন বার্সেলোনার কোচ, তখন রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মরিনহো। তাই স্বাভাবিকভাবেই দুইজনের মধ্যে লড়াইটা অন্যরকম। এর আগেও এ দুই তারকা কোচের বাকযুদ্ধ দেখেছে ফুটবল বিশ্ব। এখন দুইজনের ভুবন আলাদা হলেও আবারও সেই উত্তেজনা টের পেতে যাচ্ছেন ফুটবল ভক্তরা। 

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

29m ago