'যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, আমরা পার্থক্যটা জানি'

কাতার বিশ্বকাপ জয়ের পর গোট (গ্রেটেস্ট অব অলটাইম) ডিবেটে অনেকটাই এগিয়ে গেছেন লিওনেল মেসি। তবে এখনও অনেকেই সেরা মানেন হাজার গোলের দিকে এগিয়ে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে। সম্প্রতি দুই মহাতারকার মধ্যে কে সেরা প্রশ্নের উত্তর দিয়েছেন চলতি বছরের ব্যালন ডি'অর জয়ী তারকা রদ্রিও।

রদ্রি অবশ্য বাছাই করেছেন নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে। ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলাকালীন সময়ে মেসি ও রোনালদো দুই তারকার বিপক্ষেই খেলেছেন তিনি। এল হরমিগুয়েরোকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, 'খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, আমরা পার্থক্যটা জানি।'

ব্যাখ্যা করে রদ্রি করে বলেন, 'লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। ক্রিস্তিয়ানো রোনালদো কোনো সহজাত প্রতিভা ছাড়াই লিওনেল মেসির মোকাবেলা করেছেন।... ক্রিস্তিয়ানোর বিপক্ষে, আমরা চাইনি সে বক্সে প্রবেশ করুক কারণ সে সেখানে মারাত্মক ছিল। কিন্তু মেসির সঙ্গে, মাঠের যেকোনো জায়গায় বল পাওয়া বিপজ্জনক হবে।'

'মেসি যখন বল পায়, আপনি ভাববেন, কি বিপদ আসছে... আমি যখন তার মুখোমুখি হতাম, আমি তার কাছ থেকে বলটি নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সে আপনার কাছ থেকে এমনভাবে দূরে চলে যাবে যেন আপনি সেখানে ছিলেন না। যতবারই সে বল স্পর্শ করত, আমি জানতাম খারাপ কিছু ঘটতে চলেছে,' যোগ করেন রদ্রি।

গত মৌসুমে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে এবার ব্যালন ডি'অর জিতে নেন রদ্রি। যদিও তার সঙ্গে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। তবে ক্লাবে দারুণ খেললেও জাতীয় দলে টানা ব্যর্থতায় পিছিয়ে পড়েন তিনি। চলতি মৌসুমে অবশ্য এসিএল ইনজুরিতে পড়ে বর্তমানে মাঠের বাইর আছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

Comments

The Daily Star  | English
Bangladesh's 8 mega projects cost $7.5b more for graft, delay

Taskforce report: 8 mega projects cost $7.5b more for graft, delay

The initially estimated costs of these projects were $11.2 billion in total

12h ago