পিএসজির মাঠে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার দেখে ক্রুদ্ধ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী সপ্তাহেই ঘরের মাঠে ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তার আগে তাদের দেশেই প্রচ্ছন্ন প্রতিবাদ জানালেন স্থানীয় সমর্থকরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক ব্যানার উন্মোচন করে পিএসজির এক দল সমর্থক। তবে বিষয়টি বেজায় খেপেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু।
বুধবার রাতে পার্ক দি প্রিন্সেসে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-২ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। তবে হারের চেয়ে এই ম্যাচ নিয়ে বেশি আলোচনা হচ্ছে স্থানীয় এক দল সমর্থকের ফিলিস্তিনের প্রতি সমর্থন নিয়ে। কারণ নেশন্স লিগের ম্যাচে আগামী সপ্তাহেই ইসারেলের বিপক্ষে খেলবে দেশটি।
ম্যাচ শুরুর আগে গ্যালারিতে বিশাল আকৃতির 'ফ্রি প্যালেস্টাইন' লেখা ব্যানার প্রদর্শন করেন করেন পিএসজির 'ওতেইয়ি কপ' সমর্থকগোষ্ঠি। ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই প্রতিবাদে আলাদা করে ভাবতে হচ্ছে ফ্রান্সকে। স্থানীয় এক রেডিওতে বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে ক্ষোভ প্রকাশ করেন হোতাইয়ু।
স্থানীয় পুলিশের কাছে জবাবদিহি দাবি করে এই মন্ত্রী বলেছেন, 'আমি জানতে চাই এখন কীভাবে এই ব্যানারটি উন্মোচন করা হল। প্যারিস পুলিশ প্রধানের (লরেঁ নুনেজ) কি ঘটেছে তার ব্যাখ্যা চাই। আমরা একটি নির্দিষ্ট সংখ্যক বিষয়ে একমত হয়েছি কিন্তু আমি জবাবদিহি দাবি করছি।'
শুধু ক্ষোভ প্রকাশ করেই শান্ত হননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী, পিএসজিকে নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন তিনি। ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কি-না, প্রশ্নের উত্তরে বলেন, 'আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব।'
Comments