আবারও অন্তত এক মাসের জন্য ছিটকে গেলেন নেইমার
নেইমার আর চোট যেন সমার্থক হয়ে গেছে। হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘদিন পর মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই আবার তিনি পেয়েছেন চোট। এবার হ্যামস্ট্রিংয়ের চোটেও তাকে কমপক্ষে এক মাস বাইরে থাকতে হবে।
Neymar undergoes scans pic.twitter.com/Gt7T4GxvKh
— AlHilal Saudi Club (@Alhilal_EN) November 6, 2024
সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল এক বিবৃতিতে জানিয়েছে পরীক্ষা নিরীক্ষার পর নেইমারের হ্যামস্ট্রিংয়ে টিয়ার পাওয়া গেছে, 'স্ক্যানের পর জানা গেছে নেইমারের হ্যামস্ট্রিংয়ে টিয়ার রয়েছে। তাকে এখন চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে।'
গত ২১ অক্টোবর এক বছর পর মাঠে ফেরেন নেইমার। বদলি হিসেবে নেবে প্রথম ফেরার দিনে খেলেন স্বাভাবিক। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচেও তাকে নামানো হয় বদলি হিসেবে। বিরতির পর বদলি নেমে ৩০ মিনিট মাঠে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যান।
এরপরই সমর্থকরা হয়ে পড়েন উদ্বিগ্ন। তবে নেইমার নিজে জানিয়েছিলেন, তার মনে হচ্ছে বেশি কিছু হয়নি। সতর্ক হয়ে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। স্ক্যান রিপোর্টা দেখা গেল খুব বিশাল কিছু না হলেও নেইমারের চোট হালকাও নয়, তাকে পাওয়া যাবে না গোটা এক মাস। আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই চোট সমস্যা লেগে আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এই কারণে ক্লাবটিও বেশ ভুগছে।
Comments