ব্যালন ডি’অর জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে ভিনিসিয়ুস

Vinicius Junior

রিয়াল মাদ্রিদের হয়ে অবিস্মরণীয় নৈপুণ্য দেখানো ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠতে পারে এবারর ব্যালন ডি'অর। ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য সবচেয়ে ফেভারিট।

সোমবার প্যারিসে ঘোষণা করা হবে ব্যালন ডি'অর জয়ীর নাম। তাতে ভিনিসিয়ুসের নাম আসার সুরই পাওয়া যাচ্ছে বেশি।

রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন ভিনি। ৩৯ ম্যাচে করেন ২৪ গোল  আর ১১ অ্যাসিস্ট। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রাখেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

ভিনিসিয়ুসের সঙ্গে ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে আছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ও ভিনিসিয়ুসের রিয়ালের সতীর্থ ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ভিনিসিয়ুস এবার জিতলে ২০০৭ সালে কাকার পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পাবেন এই পুরস্কার। ২০০৭ সালে কাকা জেতার পর লম্বা সময় ধরে ব্রাজিলিয়ানরা এই পুরস্কার পাননি। এই সময়ে রাজত্ব করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ২০০৩ সালের পর এই প্রথম ৩০ জনের তালিকায় জায়গা পাননি এই দুজনের কেউ।

পাঁচটি ব্যালন ডি'অর জেতা পর্তুগিজ মহাতারকা রোনালদো গত বছরও সংক্ষিপ্ত তালিকায় আসতে পারেননি। ২০২২ সালে বিশ্বকাপ জেতার রেশে ২০২৩ সালেও বিস্ময়করভাবে এই পুরস্কার ৮ম বারের মতন জিতেছিলেন মেসি। চলতি বছর কোপা আমেরিকা জিতলেও মেসি আর সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাননি।

যদিও ২০১৮ সালে লুকা মদ্রিচ ও ২০২২ সালে করিম বেনজেমা সংক্ষিপ্ত তালিকায় না থেকেও জিতে নিয়েছিলেন এই পুরস্কার।

ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে পেপ গার্দিওয়ালা বলছেন বিশ্ব সেরা মিডফিল্ডার। রদ্রির নৈপুণ্যে গত বছর ম্যানচেস্টার সিটি জেতে ইংলিশ প্রিমিয়ার লিগ। স্পেন ইউরো কাপে চ্যাম্পিয়ন হলে আসরের সেরা তারকা হন রদ্রি।

রিয়ালের হয়ে ১৯ গোল করে লা লিগায় সেরা ভেল্যুয়েবল ফুটবলারের পুরস্কার জেতা বেলিংহ্যাম গত ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা।

সেদিক থেকে ভিনিসিয়ুসের ঘাটতি একটা আছে। তার দল ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায়। তবে ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স ভিনিসিয়ুসকেই রাখছে এগিয়ে।

চলতি চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে আছেন এই তারকা। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কদিন আগেই করেছেন হ্যাটট্রিক। তিনিই একমাত্র ব্রাজিলিয়ান যিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করতে পেরেছেন।

Comments

The Daily Star  | English

All killings, rights abuses must be probed

Volker Turk says about crimes committed before, after Aug 5

2h ago