সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

রোমাঞ্চকর টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ছবি: বাফুফে

ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দেখছিল বিদায়ের শঙ্কা। কিন্তু শেষদিকে খাদের কিনারা থেকে অসাধারণ কায়দায় ঘুরে দাঁড়াল তারা। বদলি স্ট্রাইকার মোহাম্মদ মানিক জোড়া গোল করে ফেরালেন সমতা। এরপর টাইব্রেকারে ঝলক দেখালেন শেষ বাঁশির ঠিক আগে মাঠে নামা গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল লাল-সবুজ জার্সিধারীরা।

ভুটানের থিম্পুতে চলমান আসরের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৮-৭ ব্যবধানে জিতেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। আগামী সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল। ইতোমধ্যে সেখানে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার বর্তমান ও সব মিলিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এদিন আগে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছে নেপালকে।

টাইব্রেকারে শুরুর পাঁচটি শটে পাকিস্তানের আব্দুল রেহমান, আব্দুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান ও উবাইদ উল্লাহ খান জাল খুঁজে নেন। বিপরীতে, বাংলাদেশের মোর্শেদ আলি, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত ও মানিক লক্ষ্যভেদ করেন।

৫-৫ ব্যবধানে সমতা থাকায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে পাকিস্তানের মাজিদ আলী ও শরাফ খান গোল করলেও ডানদিকে ঝাঁপিয়ে আব্দুল ঘানির শট রুখে দেন ইমতিয়াজ। অন্যদিকে, আকাশ আহমেদ ও মিঠু চৌধুরীর পর আশিকুর রহমান জাল কাঁপালে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ।

এর আগে সেমির ৩২তম মিনিটে শাহাব আহমেদের গোলে এগিয়ে যাওয়া পাকিস্তান ব্যবধান বাড়ায় ৬২তম মিনিটে রেহমানের সফল পেনাল্টিতে। পরের মিনিটে রিফাত কাজীর জায়গায় মাঠে ঢোকেন মানিক। ৭৪তম মিনিটে তিনি ব্যবধান কমান সতীর্থের কর্নার থেকে বল পেয়ে গোল করে। এরপর সমতা টানার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ দল। হাল না ছাড়ার ফল আসে যোগ করা সাত মিনিট সময়ের চতুর্থ মিনিটে। সতীর্থের ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান মানিক।

সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে কেবল বাংলাদেশই গ্রুপ পর্বে জয়হীন ছিল। ভারতের কাছে ১-০ গোলে হারার পর মালদ্বীপের সঙ্গে তারা ড্র করে ১-১ ব্যবধানে। এরপর মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলে গোল পার্থক্যে সেমিতে খেলার টিকিট মিলেছিল টিটুর শিষ্যদের।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago