‘অশালীন’ আচরণ করায় দুই ম্যাচ নিষিদ্ধ মার্তিনেজ

Emiliano Martinez

বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নিজের পারফম্যান্সে প্রশংসিত হওয়ার পাশাপাশি আচরণে সমালোচিতও হয়েছেন আগে। এবার আরেকটি ঘটনায় ফিফার নিষেধাজ্ঞা পেলেন তিনি।

বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে মাঠে অশোভন আচরণ করায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে  ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ফলে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে পাবে না আর্জেন্টিনা।

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচ জিতে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গি করেন এই গোলরক্ষক। ২০২২ বিশ্বকাপ জয়ের পরও তার এমন একটি ভঙ্গি সমালোচনায় পড়েছিল। চিলির বিপক্ষে ম্যাচে এই ঘটনার পাঁচদিন পর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে একজন ক্যামেরা পারসনের সরঞ্জামে ধাক্কা মারেন তিনি। সেই ক্যামেরা পারসন অভিযোগ করেন মার্টিনেজ তার গায়েও হাত তুলেছেন। 

এই ধরণের আচরণকে আক্রমণাত্মক বলছে ফিফা। এদিকে এই শাস্তির প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়।

Comments

The Daily Star  | English
us tariff impacts bangladesh synthetic shoe exports

US tariff threatens booming synthetic shoe exports

The country’s growing non-leather footwear industry now faces a major setback as a steep new tariff from the United States threatens its growth

13h ago