বার্সাকে জেতানো লেভানদোভস্কির প্রশংসায় ফ্লিক
স্প্যানিশ লা লিগায় জিতেই চলেছে বার্সেলোনা। তবে এবারের জয়টা আসেনি ততটা দাপট দেখিয়ে। গেটাফের বিপক্ষে বার্সা জিতেছে রবার্ট লেভানদোভস্কির গোলে। এই নিয়ে লিগে টানা সাত জয় পেল বার্সা, আবার লিগে লেভানদোভস্কির গোলও হয়ে গেল সাতটি। স্বস্তির জয়ের দিনে ম্যাচ জেতানো তারকার প্রশংসায় ভাসলেন কোচ হেনসি ফ্লিক।
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে লেভানদভোস্কির দেওয়া ১৮ মিনিটের গোলে জিতে বার্সা। যার পাস থেকে পোলিশ তারকা গোল করেন সেই কুন্দে বলছেন, 'আপনি সব সময় অনেক বেশি গোল দিয়ে ম্যাচ জিততে পারবেন না।'
এদিন অবশ্য একাধিক গোলের সুযোগ ছিলো বার্সেলোনার। কখনো নিজেদের ভুলে, কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের বীরত্বে বঞ্চিত হয় তারা।
ম্যাচের ১৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত থেকে আক্রমণ গড়েন লামিন ইমাহাল। তিনি পাস বাড়ান কুন্দেকে। বক্সে ঢুকে এই ফরাসী ফুটবলার ক্রস করেন। গেটাফের গোলরক্ষক হাত লাগিয়েও বল থামাতে পারেননি। ফাঁকা পোস্ট বল জালে জড়াতে কোন সমস্যা হয়নি ৩৬ বছর বয়েসী লেভানদভস্কির।
এই নিয়ে এবারের লিগে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। লেভানদোভস্কির এমন ছন্দে আপ্লুত বার্সা কোচ তাকে ম্যাচ শেষে ভাসান প্রশংসায়, 'গত ১০ বছরে আমার দেখা সেরা নাম্বার নাইন হচ্ছে সে। গোলের সামনে, বক্সে তার কাজ দারুণ।'
টানা ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
Comments