জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা

xavi hernandez

বার্সেলোনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছিলেন জাভি হার্নান্দেজ, পরে সেই মত বদল করে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু নাটকীয়ভাবে ঘুরে গেল সব কিছু। কোন ট্রফি না জেতায় তাকে শেষ পর্যন্ত বরখাস্তই করল বার্সেলোনা।

শুক্রবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে দিয়ে এই খবর দেয় স্প্যানিশ জায়ান্টরা, 'আজ বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জাভি হার্নান্দেজকে জানিয়েছেন যে ২০২৪-২০২৫ মৌসুমে তাকে আর কোচ রাখা হচ্ছে না।'

খেলোয়াড়ি জীবনে পুরোটাই বার্সেলোনায় কাটান জাভি। খেলা ছাড়ার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মধ্যপ্রাচ্য। বার্সেলোনার দুঃসময়ে তাকে কোচ করে নিয়ে আসা হয়। যোগ দেওয়ার পরের মৌসুমেই তার অধীনে লা লিগা জেতে বার্সা।

তবে এই মৌসুমে কোন জায়গাতেই ভালো করতে পারেননি। লা লিগা হাতছাড়া করা বার্সা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের বেশি এগুতে পারেনি।

তবে এত কিছুর পরও তার আরেক মৌসুম থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ছিলো। দুই পক্ষই একটা পর্যায়ে রাজীও ছিলো। কিন্তু সম্প্রতি জাভি ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করায় ক্লাব সভাপতি রেগে যান বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর।

বিদায় বেলায় অবশ্য জাভির অবদানের কথা স্মরণ করছে বার্সা, 'কোচ, খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে তিনি যা করেছেন তাতে বার্সেলোনা তাকে ধন্যবাদ জানায়। আগামীর জন্য তার প্রতি রইল শুভকামনা। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে শেষ বারের মতন দলকে কোচিং করাবেন তিনি।'

Comments