আরাউহোর তীব্র সমালোচনায় গুন্দোয়ান

ছবি: এএফপি

দুই লেগ মিলিয়ে এক পর্যায়ে ৪-২ গোলে এগিয়ে থাকলেও শেষমেশ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ১০ জনের দলে পরিণত হলে তাদের মুঠো থেকে ম্যাচ বের করে নেয় পিএসজি। বড় হারে ছিটকে যাওয়ার পর লাল কার্ড পাওয়া সতীর্থ রোনাল্‌দ আরাউহোর তীব্র সমালোচনা করেছেন ইল্কাই গুন্দোয়ান।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে আসরের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-১ গোলে পিএসজির কাছে পরাস্ত হয়েছে বার্সা। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে প্রথম লেগে প্যারিসিয়ানদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৩-২ গোলে জিতেছিল কাতালানরা।

রাফিনহার লক্ষ্যভেদে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর উরুগুইয়ান ডিফেন্ডার আরাউহো ২৯তম মিনিটে লাল কার্ড দেখেন। ডি-বক্সের ঠিক বাইরে ব্র্যাডলি বারকোলাকে ফাউল করেন তিনি। এরপর চিত্র পাল্টে যায় দ্রুত। একে একে চারটি গোল হজম করে জাভি হার্নান্দেজের শিষ্যরা। একজন বেশি নিয়ে খেলার সুবিধা তুলে প্রতিপক্ষকে প্রবলভাবে চেপে ধরে পিএসজি। ওসমান দেম্বেলের গোলে সমতা টেনে প্রথমার্ধ শেষ করে তারা। আর দ্বিতীয়ার্ধে ভিতিনহা সফরকারীদের এগিয়ে দেওয়ার পর জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসর থেকে ছিটকে যাওয়ার পর নিজেদেরকেই কাঠগড়ায় তুলেছেন গুন্দোয়ান। পাশাপাশি এর পেছনে আরাউহোর লাল কার্ড পাওয়ার বড় ভূমিকাও দেখছেন তিনি। ম্যাচশেষে ব্রিটিশ গণমাধ্যম টিএনটি স্পোর্টসকে জার্মান মিডফিল্ডার বলেছেন, 'ভীষণ হতাশ। খুবই হতাশ। সত্যিই মনে হচ্ছিল যে ম্যাচটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, এক গোলের লিড নিয়ে শুরু করেছিলাম। এরপর ১০-১৫ মিনিটের মধ্যে মনে হয়েছিল, আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করেছি।'

তিনি যোগ করেছেন, 'হ্যাঁ (আরাউহোর ওই লাল কার্ড ম্যাচটা বদলে দিয়েছে)। এটা চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিপক্ষ যেই হোক না কেন, এমন একটি লড়াইয়ে, এমন একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে এত দ্রুত একজন কম হয়ে গেলে, এটা অসম্ভব (ধাক্কা সামলানো)। আর দুর্ভাগ্যজনকভাবে এরপর আপনি বাদ পড়ে যাবেন।'

চলতি মৌসুমের আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া গুন্দোয়ান আমেরিকান গণমাধ্যম সিবিএস স্পোর্টসকে একই প্রসঙ্গে বলেছেন, 'এই ধরনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে বল দখলের ব্যাপারে নিশ্চিত হতে হবে। আর যদি সেটা না পারেন... তাহলে আপনাকে (প্রতিপক্ষের খেলোয়াড়ের থেকে) দূরে থাকতে হবে। আমি বরং একটি গোল হজম করতে বা ওই স্ট্রাইকাররের সামনে গোলরক্ষককে একা পড়তে দিতে চাইব।'

ছবি: এএফপি

তিনি যোগ করেছেন, 'যদিও বল বেশ সামনে ছিল, তাই আমি জানি না যে, সে (বারকোলা) বলের কাছে পৌঁছাতে পারত কিনা। হয়তো গোলরক্ষক আমাদের বাঁচাতে পারত কিংবা আমরা গোল হজম করতেও পারতাম। কিন্তু এত দ্রুত একজন খেলোয়াড় কমে গেলে সেটা খেলাকে ধ্বংস করে দেয়।'

গত দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। এবার সম্ভাবনা জাগিয়ে তাদের যাত্রা থেমেছে শেষ আটে। হতাশার এই হারে আগামী বছর যুক্তরাষ্ট্র অনুষ্ঠেয় ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ থেকেও বাদ পড়ে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

8h ago