লিভারপুলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ক্লপ

ক্লপ। ছবি: এএফপি

চলমান মৌসুম শেষে লিভারপুলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। দায়িত্ব ছাড়ার কথা ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন তিনি। ফলে অলরেডদের সঙ্গে তার সাফল্যমণ্ডিত পথচলার অবসান ঘটতে যাচ্ছে।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ক্লপের কোচের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। ২০১৫ সালের অক্টোবরে তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন ৫৬ বছর বয়সী এই জার্মান। তার অধীনে অ্যানফিল্ডের দলটি একটি করে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপসহ মোট সাতটি শিরোপা জিতেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিভারপুলের স্বীকৃত পেজে বলা হয়েছে, 'মৌসুমের শেষে লিভারপুলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। আগামী গ্রীষ্মে তার পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা সম্পর্কে ক্লাবের মালিকপক্ষকে অবহিত করেছেন তিনি।'

বিদায়ের ঘোষণায় লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেছেন, 'আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে অনেক মানুষের জন্য এটা একটা ধাক্কা হবে যারা প্রথমবার শুনবে। তবে অবশ্যই, আমি সিদ্ধান্তটা ব্যাখ্যা করতে পারি বা অন্তত ব্যাখ্যা করার একটা চেষ্টা করতে পারি।'

তিনি যোগ করেছেন, 'আমি এই ক্লাবের সবকিছু ভালোবাসি। আমি এই শহরের সবকিছু ভালোবাসি, আমাদের সমর্থকদের সবকিছু ভালোবাসি, আমি এই দলকে ভালোবাসি, আমি স্টাফদের ভালোবাসি। আমি সবকিছুই ভালোবাসি। কিন্তু আমি তারপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় আপনাদের বুঝতে হবে যে আমি নিশ্চিত হয়েই এটা নিচ্ছি।'

ক্লপ আরও বলেছেন, 'বিষয়টা হলো, আমি যে কীভাবে বলব... আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে। আমার এখন কোনো সমস্যা নেই। স্পষ্টতই, আমি এটা আগে থেকেই জানতাম যে আমাকে কোনো এক পর্যায়ে এটা ঘোষণা করতে হবে। কিন্তু আমি এখন পুরোপুরি ভালো থাকলেও জানি যে আমি কাজটি বারবার করে যেতে পারব না।'

লিভারপুলের সঙ্গে ক্লপের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তবে তার দুই বছর আগেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

7h ago