কোপা আমেরিকা: কিছুটা কঠিন গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল

কোপা আমেরিকার ড্রয়ে কিছুটা কঠিন গ্রুপে পড়েছে দুই জায়ান্ট দল আর্জেন্টিনা ও ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপে রয়েছে চিলি। যাদের বিপক্ষে বরাবরই কঠিন লড়াই হয় আলবিসেলেস্তেদের। এছাড়া দারুণ ছন্দে থাকা পেরুও রয়েছে এই গ্রুপে। আর ব্রাজিলের গ্রুপে পড়েছে কলোম্বিয়া ও প্যারাগুয়ের মতো শক্ত প্রতিপক্ষ।

শুক্রবার মায়ামিতে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ৪৮তম আসরের ড্র। কনমেবলের ১০ সদস্য দেশের সঙ্গে কনকাকাফের ৬টি দেশও খেলবে এবারের আসরে। এই জোন থেকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র সহ চারটি দল নিশ্চিত হলেও প্লে-অফ থেকে আসবে বাকি দুটি দল।

ড্রতে আর্জেন্টিনা পড়েছে 'এ' গ্রুপে। পেরু ও চিলির সঙ্গে কনকাকাফের প্লে অফ থেকে ওঠা একটি দল খেলবে তাদের গ্রুপে। আগামী মার্চে সেই প্লে-অফ ম্যাচে লড়বে কানাডা ও ত্রিনিদাদ এন্ড টোবাগো। 'ডি' গ্রুপে গতবারের রানার্সআপ ব্রাজিল, কলোম্বিয়া ও প্যারাগুয়ের সঙ্গে খেলবে অপর প্লে অফ থেকে ওঠা দলটি। যার জন্য লড়বে কোস্টারিকা ও হন্ডুরাস।

স্বাগতিক যুক্তরাষ্ট্র রয়েছে 'সি' গ্রুপে। তাদের সঙ্গে দুই লাতিন দল উরুগুয়ে ও বলিভিয়ার সঙ্গে খেলবে পানামা। আর 'বি' গ্রুপে মেক্সিকো ও জ্যামাইকার সঙ্গে রয়েছে লাতিন আমেরিকার দুই দল ইকুয়েডর ও ভেনেজুয়েলা। 

আগামী বছরের ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার এই আসর। উদ্বোধনী ম্যাচে প্লে-অফ পেরিয়ে আসা দলের (কানাডা/ত্রিনিদাদ এন্ড টোবাগো) মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে ১৪ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে এই আসর।

কোপা আমেরিকার গ্রুপ

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ এন্ড টোবাগো

গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর/ভেনেজুয়েলা

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago