আর্জেন্টিনা-কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলে ৪ নতুন মুখ
দারুণ শুরুর পর ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে খেই হারিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ দুই ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর উরুগুয়ের কাছে হেরেই গেছে তারা। সেলেসাওদের জয়ের পথে ফেরাতে তাই স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন আনলেন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ।
আগামী ১৭ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচদিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইয়ের সেই দুটি ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার জন। তারা হলেন পেপে, জোয়াও পেদ্রো, এন্দরিক ও পাওলিনহো। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন দগলাস লুইজ।
আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা এন্দরিকের বয়স মাত্র ১৭ বছর। গত ২৯ বছরের মধ্যে ব্রাজিল দলে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। সবশেষ ১৯৯৪ সালে তার চেয়ে কম বয়সে সেলেসাওদের স্কোয়াডে সুযোগ মিলেছিল কিংবদন্তি রোনালদোর। ঘরোয়া ক্লাব পালমেইরাসে খেলা এন্দরিক আগামী মৌসুমে যোগ দেবেন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে।
ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত মুখ রিচার্লিসনের। চোটের কারণে এবারের গোটা মৌসুম শেষ হয়ে যাওয়া নেইমারের না থাকাটা অনুমিতই ছিল। চোটে ভুগতে থাকায় দানিলো, এদার মিলিতাও আর কাসেমিরোকেও বাইরে রেখেছেন দিনিজ।
বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। চার ম্যাচে তাদের অর্জন ৭ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে দুইয়ে ও ভেনেজুয়েলা চারে রয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার নামের পাশে আছে পয়েন্ট পূর্ণ ১২।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো);
ডিফেন্ডার: এমারসন রয়্যাল (টটেনহ্যাম), রেনান লোদি (মার্সেই), কার্লোস আগুস্তো (ইন্টার মিলান), ব্রেমার (জুভেন্তাস), গ্যাব্রিয়েল (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্সে);
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্সে), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোয়েলিনতন (নিউক্যাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস);
ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এন্দরিক (পালমেইরাস), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনহা (বার্সেলোনা), পাওলিনহো (অ্যাতলেতিকো মিনেইরো), পেপে (পোর্তো)।
Comments