২০০ ম্যাচ খেলা রোনালদোর কাছে 'অবিশ্বাস্য অর্জন'

ছবি: এএফপি

ছেলেদের ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্মরণীয় উপলক্ষ ৩৮ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা রাঙিয়েছেন জয়সূচক গোলের মাধ্যমে। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কীর্তির মালিক ম্যাচের পর জানিয়েছেন নতুন অর্জনের আনন্দে উদ্বেলিত হওয়ার কথা।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'জে' গ্রুপে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের ৮৯তম মিনিটে গনসালো ইনাসিওর অ্যাসিস্টে জাল খুঁজে নেন রোনালদো। আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ গোলের কীর্তির মালিকও তিনি। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ডের নামের পাশে রয়েছে ১২৩ গোল।

শেষদিকের গোলে পর্তুগালকে পূর্ণ পয়েন্ট পাইয়ে দেওয়ার পর ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে কথা বলেন রোনালদো। জাতীয় দলের হয়ে ম্যাচের ডাবল সেঞ্চুরি করতে পারা বিশ্বাস হচ্ছে না তার, 'আমি অনেক খুশি। এটা এমন একটা মুহূর্ত যেটা আপনি কখনোই আগে থেকে প্রত্যাশা করতে পারে না। আমার জন্য এটা একটা অবিশ্বাস্য অর্জন।'

খেলা শুরুর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি সার্টিফিকেট দিয়ে রোনালদোকে সম্মান জানায়। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকদের উদ্দেশ্যে, 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়াটা অসাধারণ এবং জয়সূচক গোল করা তার চেয়েও বিশেষ কিছু। তাই এই স্টেডিয়াম কর্তৃপক্ষকে, আইসল্যান্ড দলকে, তাদের জনগণকে এবং ভক্তদেরকে ধন্যবাদ জানাতে হবে আমার জন্য এমন একটি আয়োজনের জন্য।'

নিজ দল ও দেশের ফেডারেশনকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের তারকা রোনালদো, 'আমার ধন্যবাদ জানাতে হবে পর্তুগাল জাতীয় দল ও ফেডারেশনকে। আমি অনেক খুশি। এটা একটা বিশেষ দিন। আমার সবাইকে ধন্যবাদ জানাতে হবে। তারা আমার দিনটা রঙিন করেছে। তারা আমার রাতটা রঙিন করেছে।'

বাছাইয়ে এই নিয়ে ৪ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ২০১৬ সালের ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল। রবার্তো মার্তিনেজের শিষ্যরা ১২ পয়েন্ট নিয়ে আছে 'জে' গ্রুপের শীর্ষে। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে এই ৪ ম্যাচে ৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক ফুটবলার রোনালদো। এর আগে লুক্সেমবার্গ ও লিখটেনস্টেইনের বিপক্ষে দুবার করে লক্ষ্যভেদ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

A recent study has raised concerns about their current condition, revealing operational issues that could threaten future progress.

13h ago