টানা চতুর্থবার ফরাসি লিগের সেরা এমবাপে

চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৮টি গোল করেছেন এমবাপে। তাতে পঞ্চমবারের মতো এই লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার পাওয়ার পথে রয়েছেন তিনি।

আরও একটি দারুণ মৌসুম কাটালেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পিএসজিকে রেকর্ড ১১ বারের মতো ফরাসি লিগ ওয়ানে চ্যাম্পিয়ন করতে রেখেছেন মুখ্য ভূমিকা। তার ফলাফলও পেয়েছেন তিনি। টানা চতুর্থবারের মতো ফরাসি লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী এ তরুণ।

চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৮টি গোল করেছেন এমবাপে। তাতে পঞ্চমবারের মতো এই লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার পাওয়ার পথে রয়েছেন তিনি। যদিও ম্যাচ বাকি রয়েছে আরও একটি। সেরা গোলদাতা হওয়ার দৌড়ে তার পেছনেই রয়েছেন লিঁওর ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজাতে। তার গোলসংখ্যা ২৭টি।

তবে এরমধ্যেই ফরাসি লিগের সেরা নির্বাচিত হতে পারায় দারুণ উচ্ছ্বসিত এমবাপে, 'এটা আনন্দের বিষয়, আমি সবসময়ই জিততে চাই, লিগের ইতিহাসে নিজের নাম লিখতে চাই। কিন্তু এতো দ্রুত জিততে পারব বলে আশা করিনি।'

এরমধ্যেই ফুটবল মহলে গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এমবাপে। যদিও গত কয়েক মৌসুম ধরেই এই গুঞ্জন রয়েছে। তা সত্ত্বেও গত মৌসুমে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন। সংবাদ অনুযায়ী, ২০২৪ সালে সেই চুক্তির মেয়াদ ফুঁড়বে।

তবে ফরাসি লিগের সেরা পুরস্কার হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানে তার ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এমবাপ্পে উত্তর দেন, 'আমি আগামী মৌসুমে আবার এখানে আসব।'

১৯৯৪ সালের পর এই প্রথম বারের মতো ফরাসি লিগের সেরার পুরস্কার চারবার জিতলেন এমবাপে। মাঝে জ্লাতান ইব্রাহিমোভিচ তিনবার জিতেছিলেন এই পুরস্কার।

লঁসের কোচ ফ্রাঙ্ক হাইস হয়েছেন বর্ষসেরা কোচ। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ক্লাবকে দ্বিতীয় স্থানে তুলে দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফিরিয়ে আনার পুরস্কার পান তিনি। এছাড়া লঁসের গোলরক্ষক ব্রাইস সাম্বা সেরা গোলরক্ষক এবং পিএসজির লেফট-ব্যাক নুনো মেন্ডেস সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।

Comments

The Daily Star  | English

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

8h ago